তাকে চেনেনা এমন মানুষ পৃথিবীতে নেই। তিনি পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি(Mukesh Ambani)। ২০০২ সালে ধীরুভাই আম্বানীর (Dhirubhai Ambani) মৃত্যুর পর মুকেশ আম্বানি রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান হন। এই মুহূর্তে দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা জিও(Jio) ও এয়ারটেল(Airtel)। যদিও এই দৌড়ে এগিয়ে রয়েছে অম্বানিদের জিও। গ্রাহকদের আকৃষ্ট করতে কোনো রকমের খামতি রাখছেনা না তারা।
ফের নিজের গ্রাহকদের দারুণ চমক দিতে সফল হলেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স Jio। ১২ ই নভেম্বর দীপাবলি(Diwali) আর তারই কয়েকদিন বাকি থাকতে বড়ো রকমের চমক ঘোষণা করলেন তারা। আপনিও কি জিওর গ্রাহক? তাহলে আপনার জন্যে রইলো এই প্রতিবেদনটি! যা পড়লে আপনি অবাক হতে বাধ্য।
সাধারণ মানুষের জন্য কম দামে ৪জি ফোন থেকে শুরু করে জিও গ্লাস তৈরি করে চমক দিয়েছে জিও(Jio)। এবার সেই তালিকায় যোগ হল আরও একটি নতুন ডিভাইস। জিও মোটিভ (JioMotive) নামে এই ডিভাইসটি রিলায়েন্স আনছে গাড়ির জন্য! কিন্তু কি এই ডিভাইস? মূলত গাড়িকে আরও আধুনিক ও উন্নতমানের নিরাপত্তা দিতেই জিও মোটিভ ডিভাইসটি তৈরি করা হয়েছে। লোকেশন ট্র্যাকিং এবং থেফট অ্যালার্মের মতো ফিচার্সের মাধ্যমে মাত্র ৪৯৯৯ টাকায় আপনি আপনার পুরোনো গাড়িকে করে তুলতে পারেন নতুনের মতো!
আজকাল বেশিরভাগ গাড়িতেই গাড়ি চুরি হয়ে যাওয়ার ভয় দূর করতে জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। তবে যেসব গাড়িতে থাকেনা, তাদের ভয় দূর করতেই জিওর এই নতুন ডিভাইস কাজে আসবে বলে দাবি করছেন এই সংস্থা। এই ডিভাইসটিতে রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং, গাড়ির স্বাস্থ্য এবং ড্যামেজ শনাক্তকরণের মতো সুবিধা মিলবে। এটি একটা এমন ডিভাইস যা, সহজেই গাড়িতে ইন্সটল করতে পারবেন।
এটি ব্যবহার করতে, ব্যবহারকারীকে কেবল গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং তাদের জিও নম্বর দিয়ে সাইন আপ করতে হবে। এই ডিভাইস ব্যবহার করার জন্য প্রতি বছর ৫৯৯ টাকা বার্ষিক প্ল্যাটফর্ম ফি দিতে হবে। জিও অ্যাপেই থাকবে এই বিশেষ রিচার্জ ফেসিলিটি। তবে ব্যবহারকারীরা প্রথম বছর বিনামূল্যে এই পরিষেবা ব্যবহার করতে পাবেন। তারপর থেকে নির্ধারিত বার্ষিক ফি দিতে হবে। জিওমোটিভ হল একটি প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস।
নিচে জেনে নিন ধাপে ধাপে এটি ব্যবহার করার পদ্ধতি :
১) Jio Motive App-টি ডাউনলোড করে আপনার জিও নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
২) এরপর জিওমোটিভ বাক্সে লেখা IMEI নম্বর লিখতে হবে।
৩) সেখানে দেওয়া ফাঁকা স্থানে আপনার গাড়ির তথ্য পূরণ করুন, যেমন রেজিস্ট্রেশন নম্বর, মডেল, উত্পাদন বছর এবং জ্বালানী।
৪) আপনার গাড়ির ওবিডি পোর্টে জিওমোটিভ প্লাগ করুন।
৫) বিধি ও শর্তাবলী অপশনে টিক করুন।
৬) geoc1440 এ ক্লিক করুন এবং এগিয়ে যান।
৭) কনফার্মেশন মেসেজ আসার পরে, আপনার গাড়িটি কিছু সময়ের জন্য চলমান অবস্থায় রাখুন।
৮) প্রায় ১০ মিনিটের মধ্যে, ডিভাইসটি সক্রিয় হবে।
৯) প্রায় এক ঘণ্টা পর ডেটা ব্যবহার করা যাবে।