ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) মাধ্যমে মানুষ নিজের রোজগারের থেকে অল্প অল্প ভবিষ্যটের জন্যে সঞ্চয় করে রাখেন। এখানে টাকা রাখলে শেয়ার বাজারের ওঠা-নামার সঙ্গে রিটার্নের কোনও পরিবর্তন হয় না। ফলে লগ্নিকারীর আয়ের অঙ্ক নিশ্চিত থাকে। তা ছাড়া সেভিংস অ্যাকাউন্টের তুলনায় ফিক্সড ডিপোজিটে সাধারণত বেশি সুদ পাওয়া যায়। যে কারণে নিজেদের সঞ্চয় লগ্নির ক্ষেত্রে যাঁরা কোনও ধরনের ঝুঁকি নিতে চান না, বিশেষত প্রবীণ নাগরিকরা, তাঁরা ফিক্সড ডিপোজিটের ওপর ভরসা রাখেন।
আর বিশেষত সকল দেশবাসী নিজেদের পুঁজি ব্যাংক বা পোস্ট অফিসের FD তে রাখতে পছন্দ করেন। আসলে এটি একটি ব্যাঙ্ক বা NBFC দ্বারা প্রদত্ত স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিকল্প, যেখানে একটি নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়।
অন্যদিকে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) গুলি আয়কর আইনের (Income Tax Rule) ধারা 80C এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে আয়করের ছাড় দিয়ে থাকে। এটি স্বল্পমেয়াদী ফিক্সড ডিপোজিট থেকে আলাদা এবং পাঁচ বছরের লক ইন পিরিয়ড আছে।
আরও পড়ুনঃ HS Exam : দুবারে দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা, বড় ঘোষণা সরকারের
এমন অনেক মানুষ আমাদের চারিপাশে আছেন, যারা ট্যাক্স দিতে পছন্দ করেন না। কিন্তু একজন দেশবাসী হওয়ার জন্য আমাদের সকলের দায়িত্ব যে আমরা কর প্রদান করি। যদি ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কেউ পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করতে চায় তাহলে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) গুলি একটি উপযুক্ত বিকল্প হতে পারে।
কিন্তু অনেকে নিজেদের এতো কষ্টের টাকা থেকে ট্যাক্স দিতে একদম পছন্দ করেন না। তাদের জন্যে এই ধরণের (Fixed Deposit) খুবই উপকারী বলে অনেক আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন।