লক্ষীর ভান্ডারের ( Lakshmir Bhandar ) চেয়েও বড় এক প্রকল্প হল নারায়ণ ভান্ডার প্রকল্প (West Bengal Narayan Bhandar scheme 2023) রাজ্য জুড়ে তা চালু হয়েছে চলতি বছরেই। প্রতিমাসে ২০০০ টাকা করে দেওয়া হবে এই নারায়ন ভান্ডার প্রকল্পের (Narayan Bhandar scheme 2023) মাধ্যমে। সামনে রয়েছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে কেন্দ্র সরকার লক্ষী ভান্ডারের আদলে নতুন প্রকল্প নিয়ে এল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। লক্ষী ভান্ডারে ৫০০ ও ১০০০ টাকার পরিবর্তে এবার নতুন এই প্রকল্পে (Narayan Bhandar scheme 2023) ২০০০ করে টাকা দেওয়া হবে প্রত্যেকটি মহিলাকে। তাহলে এত বড় সুযোগ হাতছাড়া না করে অবশ্যই এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিন।
Narayan Bhandar scheme :
অনেক তো হলো লক্ষীর ভান্ডারে আবেদন করা, লক্ষী ভান্ডার থেকে সুবিধা পাওয়া এবার তো আসতে চলেছে সম্পূর্ণ একটি নতুন প্রকল্প যা নারায়ণ ভান্ডার স্কিম (Narayan Bhandar scheme) নামে পরিচিত। যারা ইতিমধ্যে এই লক্ষীর ভান্ডারে আবেদন (Narayan Bhandar Scheme) করে সেখান থেকে সুবিধা পাচ্ছেন তারাও এখানে আবেদন করতে পারবে শুধু তাই নয় এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করলে এখান থেকে প্রতিমাসে ২০০০/- টাকা করে পাবে।
মূলত এই প্রকল্প সারা দেশের তথা এ রাজ্যের সমস্ত সাধারণ মানুষেরা এর সুবিধা পেয়ে থাকবে। এই প্রকল্প কোন রাজ্য সরকারের নয় এটি কেন্দ্র সরকারের দ্বারা তৈরি। যার নাম দেওয়া হয়েছে নারায়ন ভান্ডার প্রকল্প। তবে এ রাজ্যের লক্ষী ভান্ডার প্রকল্পের অনুকরণে এই প্রকল্পের নাম তৈরি করা হয়েছে বলেই মনে করছেন অনেকে।
Narayan Bhandar scheme-এ বঞ্চিত হবে না কেউ :
সামনেই ২০২৪ এর লোকসভা ভোট এমতে অবস্থায় প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন নতুন প্রকল্প প্রায় প্রতিদিনই মানুষদের সামনে তুলে (Narayan Bhandar Scheme) ধরছে যার ফলে সাধারণ মানুষ খুব সহজেই উপকৃত হয়ে থাকছে। সূত্র মারফত এটাও জানা গেছে যারা লক্ষীর ভান্ডার সঙ্গে যুক্ত বা লক্ষ্মীর ভান্ডার থেকে সুবিধা পেয়ে থাকে তারাও এই প্রকল্পের আয়তায় আসতে চলেছে। কোনো ভাবে তাদের কে বঞ্চিত করা হবে না।
বেশ কিছুদিন আগে রাজ্যে রোজগার মেলার মাধ্যমে ৫১ হাজার জনকে নিয়োগপত্র দিলেন কোন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার প্রধানমন্ত্রী কেন্দ্র সরকারের (Narayan Bhandar Scheme) কর্মীদের ৪৬ শতাংশ ভাতা তো আগেই বৃদ্ধি করে দেওয়া হয়েছে তার সাথে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ চালু করারও ঘোষণা করা হয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী বেশ কিছু মাস মধ্যেই সাধারণ জনগণ খুব ভালোভাবে উপকৃত হতে চলেছে।
আরও পড়ুন : টাকা ফেরত পাবেন রোজ ভ্যালির আমানতকারীরা! চলে এল বিরাট আপডেট
Narayan Bhandar scheme-এ আবেদন করতে কী কী নথি লাগবে ?
° আধার কার্ড Aadhaar Card
° ব্যাংক অ্যাকাউন্ট এবং IFSC কোডের বিবরণ
° জন্ম সার্টিফিকেট
° স্কুলের কাগজপত্র বা সার্টিফিকেট
° ঠিকানা প্রমাণ পত্র
° পরিবারের বার্ষিক আয়ের সংশয় পত্র
° বিপিএল সার্টিফিকেট
° আবেদনকারীর ও বৈবাহিক বা বৈবাহিক অবস্থার ঘোষণা
Narayan Bhandar scheme-এ আবেদন করতে কী কী যোগ্যতা দরকার ?
- পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা,
- ২৫ বছর পূর্ণ হতে হবে,
- পারিবারিক আয় বার্ষিক ১,২০,০০০ টাকার কম হতে হবে,
- দরিদ্র এবং অভাবী আবেদনকারীদের,
- ২৫ বছর বয়সী অবিবাহিত বিবাহিত ছেলে ও মেয়েরা,
- শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলে ও মেয়ে (40% প্রতিবন্ধী)।
কীভাবে আবেদন করবেন ?
নারায়ণ ভান্ডার প্রকল্প (Narayan Bhandar scheme) যোজনায় নির্ধারিত সমস্ত যোগ্যতা আপনি যদি পূরণ করেন এবং সমস্ত প্রয়োজনীয় নথি যদি আপনার কাছে থাকে তবে আপনি এই নারায়ণ ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। সামনেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এবং তারপরেই ২০২৪ এ মার্চ এপ্রিল নাগাদ লোকসভা নির্বাচন। আহেন পরিস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নারায়ণ ভান্ডার প্রকল্প (Narayan Bhandar scheme) চালু করার কথা ঘোষণা করেছেন। তবে বাংলায় ক্ষমতায় এলে তারপরে এই প্রকল্প কার্যকর করা হবে।
নারায়ণ ভান্ডার প্রকল্প নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর :
- নারায়ণ ভান্ডার প্রকল্প (West Bengal Narayan Bhandar Scheme 2023) কী ?
Ans: নারায়ণ ভান্ডার প্রকল্প (West Bengal Narayan Bhandar Scheme 2023) বাংলার বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সাহায্য করা।
- নারায়ণ ভান্ডার প্রকল্প এর মাধ্যমে কত টাকা পাওয়া যায় ?
Ans: নারায়ণ ভান্ডার প্রকল্প এর মাধ্যমে মাসিক ২০০০ টাকা পাওয়া যায় ।
- নারায়ণ ভান্ডার প্রকল্প কে চালু করেন ?
Ans: নারায়ণ ভান্ডার প্রকল্প চালু করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
- নারায়ণ ভান্ডার প্রকল্প কবে ঘোষণা হয় ?
Ans: নারায়ণ ভান্ডার প্রকল্প ২৩ মে ২০২৩ ঘোষণা হয় ।