কয়েক বছর আগে তুলকালাম হয়েছিল রোজ ভ্যালি কাণ্ড (Rose Valley financial scandal) নিয়ে। রোজ ভ্যালি গ্রুপ ভাল রিটার্ন দেওয়ার অজুহাতে হাজার হাজার লোকের টাকা নিয়ে নয়ছয় করেছে বলে অভিযোগ। সিবিআই (Central Bureau of Investigation) সূত্রে জানা যায়, রোজ ভ্যালি গ্রুপ (Rose Valley) বিভিন্ন প্রকল্পগুলির আওতায় বিনিয়োগকারীদের কাছ থেকে ৩ হাজার কোটি টাকারও বেশি সংগ্রহ করেছিল। এদিকে সর্বস্ব খুইয়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন মানুষ। কেউ একটা টাকাও পাননি। এই ঘটনার কয়েক বছর কেটে গিয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।
Rose Valley-র টাকা ফেরত দিতে ওয়েবসাইট :
সূত্রে খবর, টাকা ফেরৎ দেওয়ার জন্য একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। যেখানে রোজভ্যালির আমানতকারীদের উপযুক্ত তথ্য-প্রমাণ সহ আবেদন জানাতে পারবেন। ২০১৩ সালের আর্থিক পতনের পরে, সুপ্রিম কোর্ট সিবিআইকে জড়িত সংস্থাগুলির তদন্তের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেয়। তৎকালীন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ, সৃঞ্জয় বসু, তৎকালীন পরিবহণমন্ত্রী মদন মিত্রসহ বেশ কয়েকজন প্রভাবশালীকে গ্রেফতার করা হয়। পরে তিনজনকেই জামিনে মুক্তি দেওয়া হয়। মদন মিত্র এখন বর্তমান বিধায়ক এবং কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সরকারি মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক।
এদিকে সাম্প্রতিক সময়ে এই ঘটনার অগ্রগতি দেখা যায়। প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করার নির্দেশও দিয়েছিলেন। সূত্রের খবর, টাকা ফেরত দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে ওই ওয়েবসাইটটি তৈরির কাজ নাকি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন : জিও-তে চাকরি করবেন? বাড়িতে বসে মাইনে পাবেন ৫০,০০০! এখুনি করুন আবেদন
Rose Valley-তে টাকা রেখেছিলেন ৬০ লক্ষ মানুষ :
একটি সংস্থাকে সংশ্লিষ্ট কাজের জন্য বরাত দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা। ফলে এই ওয়েবসাইটে আবেদন করলে আপনিও ধাপে ধাপে টাকা পেয়ে যেতে পারেন। রোজভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় ৬০ লক্ষ মানুষ।
এই চিট ফান্ডে জমাকৃত মোট অর্থের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা। হাইকোর্টের গঠন করে দেওয়া কমিশন একটি এডিসি গঠন করে যারা এই সম্পত্তির দেখাশোনা করছে। ২ হাজার ১০০ কোটি টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে রোজভ্যালির। এছাড়াও নগদ রয়েছে ৮০০ কোটি টাকা মতো। এখান থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে।