স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা। পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুখবর। এই স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যেই স্কলারশিপের টাকা ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সরকার আগেই ঘোষণা করেছিল নতুন বছরের শুরুতে স্টুডেন্ট সপ্তাহ পালনের সময় স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য স্কলারশিপের ফান্ড ছাড়া হতে পারে! কাজ হল সেই ঘোষণা মতই।
Swami Vivekananda Scholarship কী ?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মেধাবী ও দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের টাকা প্রতি মাসে দেওয়া হয়। এই স্কলারশিপের পরিমাণ উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি মাসে ১০০০ টাকা, স্নাতক স্তরে ১৫০০ টাকা এবং স্নাতকোত্তর স্তরে ২৫০০ টাকা, এককালীন ছাত্র-ছাত্রীরা পায়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এই টাকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে!
এক নজরে Swami Vivekananda Scholarship :
বিষয় | তথ্য |
---|---|
বৃত্তির নাম | স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ |
অর্থায়ন | উচ্চ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার |
অফিসিয়াল পোর্টাল | svmcm.wbhed.gov.in |
আবেদন মোড | অনলাইন পোর্টালের মাধ্যমে |
মার্কস প্রয়োজন | বোর্ড পরীক্ষায় ৬০% |
বার্ষিক আয় | 2.5 লাখ টাকা এর কম হতে হবে |
বৃত্তির পরিমাণ | প্রতি বছর 12000 থেকে 96000 টাকা |
আবেদন শুরুর তারিখ | প্রতি বছর সেপ্টেম্বর মাসে |
যোগাযোগ | +1800-102-8014 |
টাকা পেতে সেরে ফেলুন এই কয়েকটি কাজ :
অনেক ছাত্রছাত্রী মোবাইলের নম্বরে এসএমএস আসছে বিকাশ ভবনের তরফ থেকে, তাদের স্কলারশিপ অনুমোদন হয়েছে এবং তাদের নামে স্কলারশিপ Sanctioned হয়ে গিয়েছে! স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) টাকার অনুমোদন দেওয়ার পর ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
- প্রথমে উচ্চশিক্ষার দক্ষতা বিকাশ ভবন থেকে ছাত্র বা ছাত্রীর যে স্কলারশিপ অনুমোদন হয়েছে সেখান থেকে লট নাম্বার দেওয়া হবে।
- তারপর কলকাতার ট্রেজারি থেকে ছাত্রছাত্রী নামে ছাড়া হবে, ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে ছাত্র-ছাত্রী ব্যাংক একাউন্টে ক্রেডিট হতে।
এই প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়ে গেলে ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে।
আরও পড়ুন : সরকারি বন্ডে টাকা রেখে হয়ে যান লাখপতি! সুদ পান ৮.৫%! কত বিনিয়োগ করবেন?
Swami Vivekananda Scholarship-এ আবেদন অনুমোদিত না হলে কী করবে?
যদি তোমার আবেদন এখনো পর্যন্ত অনুমোদন না হয়ে থাকে তাহলে চিন্তা করার কোন বিষয় নেই। বিকাশ ভবনের তরফ থেকে ধীরে ধীরে ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়াগুলি সম্পন্ন করা হচ্ছে তাই সমস্ত ছাত্রছাত্রীর আবেদন একই সঙ্গে অনুমোদন করা হচ্ছে না। ছাত্রছাত্রীরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদের আবেদন পোর্টালে অনলাইনে লগইন করে নিয়ে, সেখান থেকে নিজের স্কলারশিপ আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবে এবং সেখান থেকে বুঝতে পারবে যে কতদিনের মধ্যে টাকা পেতে চলেছে।