অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেট দলে একাধিক চমকপ্রদ সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে। ওয়ানডে নেতৃত্বে পরিবর্তন, অভিজ্ঞ তারকা বাদ—সব মিলিয়ে ক্রিকেট মহল সরগরম। তবে সব প্রশ্নের মাঝেই সবচেয়ে বড় আলোচ্য হয়ে উঠেছেন অভিজ্ঞ পেসার মহম্মদ সামিকে (Mohammed Sami) নিয়ে।
সম্প্রতি সামি চোট কাটিয়ে ফেরার দাবি জানালেও তাঁকে একদিনের সিরিজে সুযোগ দেয়নি নির্বাচকরা। তবে প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, সামি সদ্য ফিট হয়েছেন, তাই সরাসরি আন্তর্জাতিক ম্যাচে ফেরার বদলে আগে ঘরোয়া ক্রিকেটে ছন্দ ফিরে পাওয়া উচিত। জাতীয় দলে ফেরানোর ঝুঁকি এখনই নিতে রাজি নন তাঁরা।
অন্যদিকে, নিজেকে শতভাগ সুস্থ দাবি করেছেন সামি। তাঁর মতে, আগের তুলনায় এখন তিনি আরও ভালো ছন্দে আছেন এবং মানসিকভাবে প্রস্তুত। তবে দলে ফেরার সিদ্ধান্ত যে সম্পূর্ণই নির্বাচকদের হাতে, সেটিও স্বীকার করে নিয়েছেন।
এদিকে অস্ট্রেলিয়া সফরে দলের নেতৃত্বে বড় পরিবর্তন এনে রোহিত শর্মার পরিবর্তে শুভমান গিলকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে, যা ক্রিকেট মহলে তোলপাড় সৃষ্টি করেছে। সিদ্ধান্তটি ঘিরে উঠেছে নানান জল্পনা—রোহিতের ভবিষ্যৎ নিয়েও উঠেছে নানা প্রশ্ন, এখন তরুণ অধিনায়কের সামনে চ্যালেঞ্জের আঁচ। সামি অবশ্য বিষয়টি নিয়ে বাড়তি বিতর্কে যেতে চাননি। তাঁর বক্তব্য, গিল জাতীয় দল ও আইপিএলে নেতৃত্ব দিয়েছেন সফলভাবে, তাই নির্বাচকদের উপর ভরসা রাখা উচিত।
অভিজ্ঞ পেসারের কথায় স্পষ্ট, তিনি বর্তমানে বাস্তবতায় রয়েছেন—অস্ট্রেলিয়া সফরে নিজে না থাকলেও ভবিষ্যতে ফেরার বিশ্বাস অটুট। মাঠে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন শুধু সময়ের হিসাব।