দেখতে দেখতে কোথা দিয়ে কেটে গেল দূর্গাপুজোর চারটে দিন, বোঝাই গেল না। কিন্তু এবার বিজয়া দশমীর দিনেই এল চিন্তার খবর। এখন প্রতিটা বাড়িতেই রান্না হয়, LPG Gas এর মাধ্যমে। আর এবার এই গ্যাসের সরবরাহ অনিশ্চিত হতে চলেছে নভেম্বর মাস থেকেই। হ্যাঁ ঠিকই দেখছেন, রান্নার গ্যাস নিয়ে ভোগান্তি হতে চলেছে সাধারণ মানুষের। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক।
বর্তমানে ফোন, ওয়েবসাইট কিংবা অফিসে গিয়ে গ্যাস বুক করলেই তা বাড়িতে ডেলিভারি পাওয়া যায়। কিন্তু এবার জানা যাচ্ছে LPG গ্যাস সরবরাহকারী কর্মীরাই নাকি ধর্মঘট ডাকতে চলেছেন। ধর্মঘট হলে গ্যাস পাওয়া যাবে না আর সমস্যায় পড়বেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ।
সবে মাত্র কমেছিল রান্নার গ্যাসের দাম। তারপর এমন একটা খবরে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে গিয়েছেন মানুষ। তবে পশ্চিমবঙ্গবাসীদের চিন্তার কারণ নেই। কারণ, গ্যাসের এই সমস্যা আমাদের রাজ্যে নয় বরং কেরালাতে হতে চলেছে। আসলে সেখানে LPG Gas ডেলিভারি করা লোকেদের মজুরি থেকে ডিলার কমিশন বৃদ্ধির দাবি চলছিল। সেই মর্মেই এবার ধর্মঘটের ডাক দিয়েছে LPG Gas Cylinder Delivery এর ট্রাক চালকরা।
LPG Gas Delivery Federation এর তরফ থেকে হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে, কমিশন না বাড়ানো হলে গোটা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। আসলে বিগত প্রায় ১১ মাস ধরে মজুরি বাড়ানোর জন্য দাবি করে চলেছেন ট্রাক চালকেরা। কিন্তু এই নিয়ে কোন ব্যবস্থা নেয়নি মালিকরা তাই এমন সিদ্ধান্ত।