এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটা বাড়িতেই রান্নার জন্য গ্যাস ব্যবহার করা হয়। কিন্তু সম্প্রতিকালে দেখা যাচ্ছে বুকিং করলেও গ্যাস আর আসছেই না। আগে যেখানে ২ দিনের মধ্যে LPG সিলিন্ডার চলে আসত সেখানে ৫-১০ বা তারও বেশি সময় লেগে যাচ্ছে। এমনই সমস্যার সম্মুখীন কলকাতা সহ বাংলার বেশ কিছু এলাকার বাসিন্দারা। যার জেরে চিন্তায় পরে গিয়েছেন সাধারণ মানুষ।
গ্যাস সিলিন্ডারের আকাল
আচমকা এমন গ্যাস সিলিন্ডারের আকাল তৈরী হবে ভাবতেও পারেনি কেউ। তাই সকলের মাথায় একটাই প্রশ্ন কবে ঠিক হবে এই পরিস্থিতি? কবে থেকে আবারও বুকিং করলে জলদি গ্যাস আসবে। কারণ সেটা না হলে যে বড়ই বিপদ। কিছু মানুষ জানাচ্ছেন যা গ্যাস আছে তাতে হয়তো আর ৪-৫ দিন কাজ চলবে তারপর কি হবে?
কিন্তু প্রশ্ন হল এই সমস্যা তৈরী হলই বা কি করে? উত্তর হল ইন্ডিয়ান অয়েলের কল্যাণীর বটলিং প্ল্যান্টে চলতে থাকা শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতি। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই নাকি সেখানে ঝামেলা চলছে। তবে বিক্ষোভ চললেও কর্মবিরতি হয়নি, তাই গ্যাসের সাপ্লাই ঠিকই ছিল। কিন্তু এবার কর্মবিরতি বা ধর্মঘট শুরু করেছেন শ্রমিকেরা। যার জেরেই পরিস্থিতি খারাপ হয়েছে। যেহেতু এই প্ল্যান্ট থেকেই কলকাতা, উত্তর ২৪ পরগণা, নদিয়ার মত জায়গায় LPG সিলিন্ডার যায় তাই এই এলাকায় গ্যাসের আকাল দেখা যাচ্ছে।
কেন কর্মবিরতি ও বিক্ষোভ চলছে?
যেমনটা জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই সঠিক মজুরি না পাওয়া নিয়ে অভিযোগ করছিলেন শ্রমিকেরা। ইন্ডিয়ান অয়েল শ্রমিকদের ৯০০ টাকা পারিশ্রমিক দিলেও যে ঠিকাদার সে মাত্র ৪০০ দিচ্ছে, এছাড়াও বেআইনি নিয়োগ হচ্ছে। এই সমস্ত বন্ধ করে ম্যাগি পারিশ্রমিক পাওয়ার দাবিতেই সরব হয়েছেন বটলিং প্ল্যান্টের কর্মীরা।