বর্তমান সময়ে গ্যাস বুকিং (LPG Gas Booking) আগের থেকে আরো সহজ করা হল। এবার থেকে Whats App এর মাধ্যমেই খুব সহজে গ্যাস বুকিং করা যাবে। রান্নার গ্যাস বর্তমান সময়ে সকল গ্রাহকদের জন্য এক অতি আবশ্যক একটি জিনিস হয়ে উঠেছে। কিন্তু এখন সময়ের সঙ্গে একাধিক নিয়মের পরিবর্তন হচ্ছে আর সময়ের সঙ্গে সকলকে এই ধরণের জিনিস সম্পর্কে জেনে নেওয়া উচিত।
কারা Whats App এ LPG Gas Booking করতে পারবেন ?
তবে এই LPG Gas Booking এর নতুন Whats App পরিষেবাটি কিন্তু সব গ্যাসের গ্রাহকদের জন্য নয়। কেবল মাত্র ইন্ডিয়ান অয়েল গ্যাসের (Indane) গ্রাহকদের জন্যই এই সুবিধাটি উপলব্ধ রয়েছে। হোয়াটস অ্যাপের মাধ্যমে কেমন ভাবে গ্যাস বুকিং করা যাবে সেটি জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। এলপিজি গ্যাস সরবরাহকারীদের মধ্যে অন্যতম হল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL).
অনলাইনে LPG Gas Booking করবেন কীভাবে ?
আর হোয়াটস অ্যাপে LPG Gas Booking করার পদ্ধতিটি প্রথম চালু করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। অনলাইনে গ্যাস বুকিং করার বিভিন্ন উপায় রয়েছে। অনলাইনে গ্যাস বুকিং করার জন্য প্রথমে ইন্ডিয়ান অয়েল এর ওয়েবসাইট www.indane.co.in লগইন করে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে এসএমএস করে, ইন্ডিয়ান ওয়েলের আইভিআর এস পরিষেবা ব্যবহার করে, ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) অ্যাপ থেকে ও গ্যাস বুকিং করা যায়।
ইউপিআই অ্যাপ থেকে LPG Gas Booking করবেন কীভাবে ?
এর পাশাপাশি অনেকেই ইউপিআই অ্যাপ (UPI App) থেকেও গ্যাস বুকিং (LPG Gas Booking) করে থাকে। এবার এর সাথে যুক্ত হলো Whats App পরিষেবার মাধ্যমে গ্যাস বুকিং করার ব্যবস্থা। ইন্ডেন গ্যাসের (Indane Gas) গ্রাহকদের জন্য রিফিল বুকিং পরিষেবার জন্য একটি নম্বর চালু করেছে। ওই নম্বরটি হল ৭৭১৮৯৫৫৫৫৫।
হোয়াটস অ্যাপে গ্যাস বুক (LPG Gas Booking) করার ক্ষেত্রে রেজিস্টার করার মোবাইল নম্বর থেকে রিফিল টাইপ করে ৭৫৮৮৮৮৮৮২৪ নন্বরে পাঠিয়ে দিলেই গ্যাস বুক হয়ে যাবে। বিষয়টি ধাপে ধাপে আলোচনা করা যাক। আর আপনারা খুবই সহজে বিনা কোন সমস্যা ছাড়া ১ মিনিটেরও কম সময়ের মধ্যে এই বুকিং সম্পন্ন করে নিতে পারবেন। আর এই নতুন পদ্ধতিতে আপনাদের অনেক সুবিধা হতে চলেছে।
আরও পড়ুন : মাসে ১২০০০ টাকা করে পেনশন! LIC-র এই স্কিম-এ বিনিয়োগ করলেই বৃদ্ধ বয়সে হয়ে যাবেন মালামাল
হোয়াটস অ্যাপে কীভাবে LPG Gas Booking করবেন ?
হোয়াটস অ্যাপের মাধ্যমে কিভাবে গ্যাস বুকিং (WhtasApp LPG Gas Booking) করা যায় সেই বিষয়টি নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুক করতে হলে যে ফোন নম্বরটি গ্যাস সংযোগের সঙ্গে লিঙ্ক করা আছে কেবলমাত্র সেটা থেকেই WhatsApp করতে হবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে Indane গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুক করবেন-
- প্রথমে ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরটি সেভ করুন।
- এরপর Whats App ওপেন করে চ্যাট বক্সে যান।
- চ্যাট বক্সে যাবার পর REFILL টাইপ করে সেন্ড বাটন প্রেস করুন।
- গ্যাস বুকিং এর ট্যাটাস চেক করার জন্য ওই একই নম্বরে অর্থাৎ ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরে #STATUS# লিখে পাঠালেই জানা যাবে যে কবে আপনার গ্যাস বাড়িতে পৌঁছে যাবে।
আগে মোবাইলের মাধ্যমে LPG Gas Booking করা যেত। রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরিবারের যে গ্যাস বুকিং করতে পারতেন। আবার ওয়েবসাইটের মাধ্যমে গ্যাস বুকিং করা যায়। এবার এই সমস্ত নিয়মের সাথে নতুন নিয়ম যুক্ত হল Whats App এর মাধ্যমে গ্যাস বুকিং করার। কিন্তু আপনারা এই কাজটি নিজেদের রেজিস্টার মোবাইল নম্বরের মাধ্যমেই করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন https://iocl.com/pages/indane-cooking-gas-overview এই লিঙ্কে।
গ্যাসের সঙ্গে আধার আপডেট :
বিগত কয়েকদিন ধরে প্রত্যেকটি গ্যাস অফিসের সামনে আধার আপডেট ও eKYC করার লাইন দেখা দিচ্ছে। এবং এক সাথে অনেক আবেদন পড়ায় লিংক এর সমস্যা ও হচ্ছে, সেই কারনে গ্রাহকদের সুবিধার্থে যাতে বাড়িতে বসেই eKYC এর কাজ সেরে নিতে পারেন, সেই উপায় বলে দেওয়া হলো। নিজের মোবাইল থেকে MyLPG এই অফিশিয়াল সাইটে ক্লিক করলেই নিজের ইমেইল, মোবাইল নম্বর ও আধার নম্বর এবং কাস্টোমার আইডি নম্বর দিয়ে নিজেই আধার লিংক ও eKYC update করে নিতে পারবেন।