নতুন মাসের শুরু মানেই বাজেট–হিসাব, খরচ–গোছগাছের আলাদা চাপ। কিন্তু সেপ্টেম্বরের প্রথম দিনেই ব্যবসায়ী মহলের জন্য এল স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে দামে ওঠানামার পর এ বার এক ধাক্কায় কমল বাণিজ্যিক এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম।
রবিবার রাতেই সরকারি তেল সংস্থার তরফে দামের সংশোধনের বিজ্ঞপ্তি জারি করা হয়। তার পর থেকেই সোমবার সকাল থেকে সারা দেশে কার্যকর হয়েছে নতুন দাম। সংস্থাগুলির পক্ষ থেকে জানিয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের খুচরা মূল্য কমে ৫১ টাকা ৫০ পয়সা হয়েছে।
সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই বাণিজ্যিক ব্যবহারের LPG সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমার ফলে দিল্লিতে এই নতুন দাম হয়েছে ১,৫৮০ টাকা। সাথে কলকাতায় খুচরা মূল্য দাঁড়িয়েছে ১,৬৮৪ টাকা। তবে সাধারণ গৃহস্থালী ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
ফলে কলকাতার সাধারণ পরিবারের জন্য রান্নার গ্যাসের দাম এখনও ৮২৯ টাকায় অটল রইল। তাই সাধারণ গৃহস্থালীর খরচে কোনও স্বস্তি না মিললেও ব্যবসায়ী ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। উৎসবের মরশুম ঘাড়ের উপর এসে পড়েছে—পুজোর আগে খরচের চাপ কিছুটা হলেও কমবে, আশা রয়েছে ব্যবসায়ীক মহলে।
গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক সিলিন্ডারের দামে পর্যায়ক্রমে ছাড় দেওয়া হচ্ছে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসেই কখনও ২০-৩০ টাকা আবার কখনও ৪০-৬০ টাকা পর্যন্ত দাম কমেছে। মার্চে যেখানে দাম বেড়েছিল, সেখানে আবার এপ্রিল থেকে ধারাবাহিকভাবে হ্রাস দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামের ওঠানামা এবং যোগান-চাহিদার পরিবর্তনের প্রভাবেই এই মাসিক মূল্য সংশোধন করা হয়।
অন্যদিকে, সাধারণ গৃহস্থ পরিবারের জন্য রান্নার গ্যাসের দাম না কমলেও কেন্দ্র ইতিমধ্যেই উজ্জ্বলা যোজনার আওতায় অতিরিক্ত ভর্তুকির ঘোষণা করেছে। এই প্রকল্পে সুবিধাভোগীরা প্রতি সিলিন্ডারে পাচ্ছেন ৩০০ টাকা করে ছাড়, যা ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ ৯ বার পর্যন্ত প্রযোজ্য হবে। ফলে দেশজুড়ে কোটি কোটি পরিবার সরাসরি উপকৃত হবে।
সব মিলিয়ে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের টানা ওঠানামাই মূলত দেশীয় দামের পরিবর্তনে প্রভাব ফেলছে। সেপ্টেম্বর মাসের এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা যেমন হালকা শ্বাস ফেলতে পারবেন, তেমনই উজ্জ্বলা যোজনার গ্রাহকেরাও পাবেন বাড়তি স্বস্তি। পুজোর মরসুমের আগে এই ঘোষণা নিঃসন্দেহে অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।