ধীরে ধীরে বাড়ছে শীতের (Winter in West Bengal) কামড়। এদিন দার্জিলিং (Darjeeling), কোচবিহারের (Cooch Behar) ন্যূনতম তাপমাত্রা হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে আসানসোলের (Asansol) তাপমাত্রাও। এছাড়া রাজ্যের অন্য জায়গায় তাপমাত্রা কমবেশি একই রয়েছে। আকাশ পরিষ্কার আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
কলকাতার আবহাওয়া : পিছিয়ে নেই শহর কলকাতাও। আজ তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা : শনিবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া : শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
আগামী কয়েকদিনের আবহাওয়া : মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় ২৬ নভেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে ২৭ নভেম্বর ওই একই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২৯ নভেম্বর এর থেকেই নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে।