Dry Days During Durga Pujo : ড্ৰাই ডে হলেই মাথায় হাত পরে সুরাপ্রেমীদের। কারণ ঐদিন কোত্থাও মদ কেনার কোনো রাস্তা থাকেনা। এই উৎসবের মরশুমে আবার কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। অক্টোবর মাস মানেই উৎসবের মাস। শোনা যাচ্ছে আর এই উৎসবের মরসুমেই নাকি থাকতে চলেছে একাধিক ড্ৰাই ডে!
হুইস্কি তৈরিতে এবং সেবনে পৃথিবীতে ভারত অগ্রগণ্য স্থানে রয়েছে, পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। তাই সাধারণত জনসাধারণের শৃঙ্খলা ও নিরাপত্তার প্রচার করা এবং অ্যালকোহল সংক্রান্ত সমস্যা কমানো, এছাড়া সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করার জন্য ধর্মীয় ছুটির দিনেও ড্রাই ডে পালন করা হয়।
পুজোর সময় রেকর্ড অঙ্কের মদ বিক্রি হয় বাংলায়। চলতি অক্টোবর মাসের ২ তারিখ ছিল প্রথম ড্রাই ডে এবং তা সুরাপ্রেমীরা ইতিমধ্যেই দিনটিকে অতিবাহিত করেছেন। চলতি অক্টোবর মাসের বাকি ৩টি ড্রাই ডে হল, ৮ অক্টোবর এদিন হল দ্বিতীয় ড্রাই ডে। তবে, এই দিন অবশ্য মহারাষ্ট্র ছাড়া দেশের অন্যান্য জায়গায় মদের দোকান খোলা থাকবে।
আরও পড়ুনঃ পুজোর আগেই দুয়ারে বৃষ্টি! বাংলার এই ৭ জেলায় রেড অ্যালার্ট জারি করল নবান্ন
২৪ অক্টোবর এদিন হল তৃতীয় ড্রাই ডে। এদিন দশেরা থাকায় মদের দোকান (Liquor Shop) বন্ধ থাকবে। ২৮ অক্টোবর এদিন হল চতুর্থ ড্রাই ডে। এদিন মহর্ষি বাল্মিকী জয়ন্তী উপলক্ষে মদের দোকান বন্ধ থাকবে। এছাড়া, ৩০ অক্টোবর হরিজন দিবস উপলক্ষে মদের দোকান বন্ধ থাকবে রাজস্থানে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বৈধ মদ্যপানের বয়স রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হয়। বেশিরভাগ রাজ্যে মদ্যপানের বৈধ বয়স ২১ বছর। তবে কিছু রাজ্যে, যেমন গোয়া এবং পন্ডিচেরীতে মদ্যপানের বয়স ১৮বছর।