ভারতীয় নাগরিক (Citizen of India) মানেই থাকবে রেশন কার্ড (Ration Card)। জীবনে চলার ক্ষেত্রে অন্যান্য জিনিসের মতো এই রেশন কার্ডও যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিস। দেশের অধিকাংশ মানুষের কাছেই এই রেশন কার্ড রয়েছে। কিছু মানুষের কাছে এই রেশন কার্ড (Ration Card) শুধুমাত্র একটি জরুরি নথি হিসেবে বিবেচিত হয়। আবার অনেকের কাছেই এই রেশন কার্ডের গুরুত্ব অপরিসীম।
কেন রেশন কার্ড (Ration Card) গুরুত্বপূর্ণ?
দেশের বহু গরিব মানুষ এমন রয়েছেন যাদের দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তবে এদেশের একটা মানুষ ও যাতে খালি পেটে না ঘুমায় তার জন্য একাধিক প্রকল্প নিয়ে আসে কেন্দ্র (Central Government) ও রাজ্য সরকার (Government of West Bengal)। তারই মধ্যে উল্লেখযোগ্য হল রেশনিং ব্যবস্থা (Ration Card)।
রেশন কার্ড (Ration Card) নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের :
কোভিডের সময় থেকেই দেশের বহু দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করে আসছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার। এখনো তা অব্যাহত রয়েছে। যদিও এই রেশন কার্ড (Ration Card) নিয়েই এবার বড় রকমের সিদ্ধান্তের পথে হাঁটলো পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবার আপনারা যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
Ration Card Aadhaar Link :
আপনার যদি রেশন কার্ড থাকে এবং আপনি বিনামূল্যে রেশনে চাল ও গম পান, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। না হলে এবার থেকে রেশন পাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি যদি এখনও রেশন কার্ডের সঙ্গে আপনার আধার লিঙ্ক (Ration Card Aadhaar Link) না করে থাকেন, তাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। শুধু তাই নয়, আপনার রেশন কার্ড বাতিলের প্রক্রিয়াও শুরু হবে খুব শীঘ্রই।
আগামী ৫ বছর বিনামূল্যে রেশন (Ration Card) :
বর্তমান সময় পশ্চিমবঙ্গ সরকারের বিনামূল্যে রেশন সামগ্রী বন্টন ব্যবস্থা বন্ধ থাকলেও কেন্দ্রীয় তরফে বিনামূল্য রেশন পরিষেবা এখনও অবধি চালু রয়েছে। সম্প্রতি এই বিনামূল্যে রেশন পরিষেবার সময়সীমা অবধি বাড়িয়ে আগামী পাঁচ বছর পর্যন্ত করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এবার বড় রকমের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য খাদ্য দফতর।
রেশন কার্ড -আধার লিংকের (Ration Card Aadhar Link) শেষ তারিখ :
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে রাজ্য সরকার কি এমন সিদ্ধান্ত নিয়েছে তাহলে আপনাদের জানিয়ে রাখি ফুড এন্ড সাপ্লাইজ বিভাগের তরফে সব জানানো হয়েছে যে আগামী ২০২৩ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে সকল উপভোক্তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের (Aadhaar) সংযুক্তিকরণ করাতেই হবে নইলে জানুয়ারি থেকে আর ফ্রিতে রেআহন পাবেন না। এমনকি রেশন তালিকা থেকে আপনার নামও বাদ পড়তে পারে। ফলে আর দেরি না করে এখনি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করিয়ে নিন।
আরও পড়ুন : Fixed Deposit-এ পান কম সময়ে রেকর্ড সুদ! ৩১ ডিসেম্বরের আগে বিনিয়োগ করুন এই ৬ টি স্কিমে! https://toonbangla.com/highest-interest-in-6-fixed-deposit-scheme-before-31-december/
অফলাইনে কীভাবে লিঙ্ক করবেন? (How to link Ration Card Offline)
- পরিবারের সকল সদস্যের আধার কার্ড ও রেশন কার্ডের জেরক্স নিন।
- যদি আপনার ব্য়াঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে, তবে ব্যাঙ্ক পাসবুকের জেরক্সও নিন।
- এর পরে, পরিবারের প্রধানের একটি পাসপোর্ট সাইজ ছবি নিন এবং রেশনের দোকানে বা ফুড ইনস্পেক্টরের অফিসে জমা দিন।
- আধার ডেটাবেসের জন্য সেই তথ্য যাচাই করার জন্য আপনাকে সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট আইডি দিতে বলা হবে।
- সংশ্লিষ্ট বিভাগ সমস্ত নথি পাওয়ার পরে আপনাকে এসএমএস বা ইমেলের মাধ্যমে জানানো হবে।
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার নথিপত্র সহ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে। এর পরে, রেশন কার্ড এবং আধার লিঙ্ক করা হলে আপনাকে জানানো হবে।
অনলাইন লিঙ্ক করবেন কীভাবে? (How link Ration Card online)
- প্রথমে https://food.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
- Link Aadhaar with active cards-এ ক্লিক করতে হবে।
- রেশন কার্ডের ক্যাটিগরি ও নম্বর লিখতে হবে।
- এবার কী পরিষেবা চান, সেটা বেছে নিতে হবে। এ ও বি অপশন দেওয়া থাকবে।
- প্রথমে থাকবে-আপডেট করুন আধার ও মোবাইল নম্বর। পরে থাকবে-আপডেট অনলি মোবাইল নম্বর।
- সব দেওয়া হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।
- এবার নিজের নথি ঠিক আছে কিনা দেখে নিয়ে ‘ওটিপি’ এন্টার করতে হবে।
- ওটিপি দিলেই লিঙ্ক হয়ে যাবে আধার কার্ড ও রেশন কার্ড।
এছাড়াও, ‘খাদ্যাসাথী- আমার রেশন’ মোবাইল অ্যাপের মাধ্যমে এখন আপনি বাড়িতে বসেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। অ্যাপ ডাউনলোডের জন্য ক্লিক করুন এই লিংকে : https://play.google.com/store/apps/details?id=com.fns.khadyasathi_aamarration&hl=en&gl=US&pli=1