হ্যাঁ ঠিকই শুনছেন। যদি আপনার আপনার LIC পলিসি কী বন্ধ হয়ে গিয়ে থাকে তবে কেবল একটি আবেদনের মধ্যে দিয়ে আপনি সেই টাকাটা ফেরত পেতে পারেন। বন্ধ হওয়া LIC পলিসি আবার চালু করতে পারবেন। কিন্তু কিভাবে তা জেনে নিন এই প্রতিবেদনে। মোট পাঁচ রকম পদ্ধতির মাধমে আপনি আপনার বন্ধ হয়ে যাওয়া পলিসি আবার চালু করতে পারেন।
১. অর্ডিনারি রিভাইভাল (Ordinary Revival): আপনার বকেয়া সমস্ত টাকা মিটিয়ে দিলেই আপনার পলিসি আবার চালু হয়ে যাবে। যদিও আপনাকে প্রিমিয়াম সুদ সহ সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। কিছু ক্ষেত্রে পলিসি হোল্ডারের কাছ থেকে মেডিকেল রিপোর্টও চাওয়া হয়ে থাকে।
২. স্পেশাল রিভাইভাল (Special Revival): এই পদ্ধতির মাধ্যমে এক লপ্তে মোটা টাকা প্রিমিয়াম জড়িত এমন পলিসি পুনরায় চালু করা যায়। স্পেশাল রিভাইভালেও পলিসি হোল্ডারের কাছ থেকে মেডিক্যাল রিপোর্ট চাওয়া হতে পারে। ল্যাপস হয়ে যাওয়ার তিন বছরের মধ্যে আবেদন করতে হয়। এক্ষেত্রে সারেন্ডার ভ্যালু দেওয়া হয় না। মাথায় রাখতে হবে পলিসির (LIC Laps Policy) মেয়াদে একবারই এই সুবিধা মেলে।
৩. ইনস্টলমেন্ট রিভাইভাল (Installment Revival): চারটি প্রিমিয়াম মোড রয়েছে। বার্ষিক প্রিমিয়াম মোড ,অর্ধ বার্ষিক প্রিমিয়াম মোড,ত্রৈমাসিক প্রিমিয়াম মোড ,মাসিক প্রিমিয়াম মোড। বকেয়া প্রিমিয়াম কিস্তিতে দিতে হোল্ডার রাজি হলে তখন এই পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে। বকেয়া বাকি প্রিমিয়াম পলিসির (LIC Laps Policy) মেয়াদ অনুযায়ী নিয়মিত প্রিমিয়ামের সঙ্গে দুই বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
৪. সারভাইভাল বেনিফিট কাম রিভাইভাল স্কিম (Survival Benefit Come Revival Scheme): সারভাইভাল বেনিফিট পাওয়ার শেষ তারিখের আগে পলিসি চালু করলে পলিসি হোল্ডারকে এই সুবিধা দেওয়া হয়। তবে পলিসি চালুর অর্থাৎ বকেয়া প্রিমিয়াম যদি সারভাইভাল বেনিফিটের চেয়ে বেশি হয় তাহলে পলিসি হোল্ডারকে অতিরিক্ত অর্থ দিতে হবে। কম হলে সেটা পলিসি হোল্ডারকে ফেরত দেওয়া হবে।
৫. লোন কাম সারভাইভাল স্কিম (Loan Cam Survival Scheme): এই এই স্কিমে পলিসি (LIC Laps Policy) আবার চালু করার তারিখে যদি পলিসি হোল্ডার সারেন্ডার ভ্যালু অর্জন করেন তাহলে লোন নিয়ে পলিসি চালু করার সুযোগ রয়েছে। ঋণের পরিমাণ পলিসি চালু করার পরিমাণের চেয়ে বেশি হলে পলিসি হোল্ডারকে অতিরিক্ত অর্থ প্রদান করা হবে।