২০২২-২৩ আর্থিক বছরের জন্য ১৯৬১ সালের আয়কর আইনের অধীনে যে সকল ব্যক্তি ট্যাক্স অডিটের অধীন নন এমন পৃথক করদাতাদের জন্য আয়কর রিটার্ন (ITR) ফাইলের শেষ তারিখ ছিল ৩১ জুলাই, ২০২৩। এই তারিখের মধ্যে অনেকেই ২০২২-২৩ আর্থিকবর্ষের আয়কর রিটার্ন ফাইল জমা করেছেন। তবে এখনো অনেকেই আছেন যারা কোনো কারনে আয়কর রিটার্ন জমা করতে পারেনি। আয়কর দপ্তর সর্বদা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন ফাইল জমা করার কথা বলে। এখনো পর্যন্ত যদি আপনি আয়কর রিটার্ন ফাইল জমা না করেন, তাহলে অবশ্যই আগামী ৩১সে ডিসেম্বরের মধ্যে তা জমা করুন। নয়তো ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
সাধারণ ভাবে আয়কর রিটার্ন ফাইল জমা করার শেষ তারিখ ছিল ৩১সে জুলাই। তবে এর মধ্যে যারা ফাইল জমা করে উঠতে পারেনি তাঁদের জন্য আয়কর রিটার্ন ফাইল করার সময় চলতি বছরের ৩১সে ডিসেম্বর। ৩১সে জুলাইয়ের পরে আয়কর রিটার্ন ফাইল জমা করলে, তাকে বিলম্বিত রিটার্ন বলা হয়। বিলম্বিত রিটার্নের অর্থ ডেড লাইনের পর জমা করা। সে ক্ষেত্রে লেট ফি ও দিতে হয়।
ITR ফাইল করতে কত টাকা জরিমানা দিতে হবে?
আয়কর আইনের ২৩৪F ধারা অনুযায়ী, বিলম্বিত রিটার্ন ফাইল করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। সে ক্ষেত্রে ৫ লক্ষ টাকার কম আয়ের ক্ষেত্রে বিলম্বিত রিটার্ন করলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। ৫ লক্ষ টাকার উপরে আয় যাদের তাদেরকে বিলম্বিত রিটার্নের ক্ষেত্রে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। তবে ৩১সে ডিসেম্বরের পর আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এছাড়া দেরিতে আইটিআর ফাইল করার ক্ষেত্রে জরিমানার সাথে প্রতি মাসে ১ শতাংশ সুদও দিতে হয়।
আয়কর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থ বর্ষের জন্য গত ২রা ডিসেম্বর পর্যন্ত প্রায় ৭.৭৬ কোটি টাকা আইটিআর ফাইল করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরো আইটিআর ফাইল জমা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : মাসে ১০০০ জমা করে টাকা রিটার্ন পান ২ লক্ষ! SBI-র বছর শেষের এই স্কিমে ধামাকা অফার
কীভাবে বিলম্বিত ITR ফাইল করবেন?
১) https://www.incometax.gov.in/iec/foportal ওয়েবসাইটে যান এবং প্যান কার্ড বা আধার কার্ডের সাহায্যে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২) লগ ইন করার পর মেনু থেকে E-File নির্বাচন করে Income Tax Returns-এর ক্লিক করার পর File Income Tax Return বিকল্পটি বাছাই করুন।
৩) নির্দিষ্ট মূল্যায়ন বছর এবং ফাইলিং করার মোড বাছাই করে এগিয়ে যেতে ‘Continue’ -তে ক্লিক করুন। উদাহরণস্বরূপ 2022-23 আর্থিক বছরের জন্য আপনার মূল্যায়ন বছর হবে 2023-24। ফাইলিং-এর মোড হিসাবে আপনাকে বাছাই করতে হবে ‘online’ ৪) আপনার স্ট্যাটাস হিসাবে ‘individual’ বিকল্পটি বাছাই করুন এবং এগিয়ে চলুন।
৫)‘ITR Form’ -এর তালিকা থেকে ‘ITR-1’ বিকল্পটি বাছাই করুন।
৬) আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার কারণ বাছাই করুন এবং ‘Continue’-এ ক্লিক করে এগিয়ে যান।