আধার কার্ড ও ভোটার কার্ডের পাশাপাশি রেশন কার্ড (Ration Card) ভারতবাসীর কাছে এক গুরুর্ত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়। জরুরি নথির পাশাপাশি দেশের কোটি কোটি মানুষের জীবনের অন্যতম বড় সংস্থান হিসেবে এটি গুরুত্বপূর্ণ। দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক মধ্যবিত্ত মানুষ এই রেশন কার্ডের মাধ্যমে সরকার Free Ration Scheme মারফত খাদ্য সামগ্রীর সুবিধা পেয়ে থাকেন। তবে এবারে বড়োরকমের এক সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)!
করণকালে কোটি কোটি মানুষকে বিনে পয়সাতে রেশন কার্ডের মারফত চাল ডাল চিনির সংস্থান করে গেছে সরকার! কেন্দ্রীয় সরকার থেকে দেশের নানা সরকারই এই কাজ করে গেছেন নিস্বার্থ ভাবে! ব্যতিক্রম ঘটেনি মমতা সরকারের ক্ষেত্রেও! তবে এবার আচমকা এক সিদ্ধান্ত নিয়ে বসলেন সরকার! যা শুনে মাথায় হাত ওঠার জোগাড়!
ভারতে নিম্নমধ্যবিত্তের সংখ্যা কিছু কম নেই। এই রেশন কার্ডের মাধ্যমে তারা দুবেলা দুমুঠো খাবার মুখে তুলতে পারে। কিন্তু সব জিনিসেরই ভালো-মন্দ দুটো দিক থাকে। সরকারের কাছে খবর রয়েছে কিছু অসৎ মানুষ রেশনের ফায়েদা তুলছে। এই দুর্নীতি রুখতেই এতো বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সরকার।
আরও পড়ুনঃ আরও বাড়বে খরচ, বন্ধই হবে যাবে Cable TV ! মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
বর্তমানে রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বাংলার হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে এই রেশন দুর্নীতিতে একের পর এক নতুন তথ্যে চমকে উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রেশন কার্ডে জালিয়াতি রুখতে ডিজিটাল রেশন কার্ড চালু হওয়ার পর থেকেই ভুয়ো এবং অস্তিত্বহীন রেশন কার্ডের বিষয়টি প্রকাশ্যে উঠে আসে সকলের। যা দেখে সরকার থেকে সাধারণ মানুষ সকলের কপালে চোখ উঠে যাওয়ার জোগাড়!
তাই বর্তমানে একের পর এক মানুষের রেশন কার্ড বাতিল করতে উদ্যোগী হয়ে পড়ে রাজ্য সরকার। আরও বড়ো খবর, কেবলমাত্র মুর্শিবাদ থেকেই আট লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল করতে হয়েছে রাজ্য সরকারকে! সরকারের এক সিদ্ধান্তে প্রভাব বহু মানুষের জীবনে পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।