দুর্গাপুজোয় সাধারণ মানুষের ছুটি উৎসবের মরশুম হলেও কলকাতা পুলিশের (Kolkata Police) ছুটি নেই। সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে মহালয়া থেকে দশমী রোজই রাস্তায় দেখা গিয়েছে হাজারো পুলিশ। তবে সুরক্ষা দেওয়ার মাঝেই এবছর বড়সড় কাজ করেছে কলকাতা পুলিশ। যা শুনলে আপনিও চমকে উঠতে বাধ্য হবেন।
রাস্তায় গাড়ি চালানো নিয়ে বিগত কয়েকবছর ধরেই একটানা সতর্কতা জারি করা হয়েছে। নানাভাবে প্রচার করা হয়েছে যাতে মানুষ সচেতন হন ও দায়িত্ববানের মত গাড়ি চালান। কিন্তু হামেশাই নিয়মের উলঙ্ঘন করতে দেখা যায় কিছু লোকেদের। আর এবার ১৮ই অক্টোবর থেকে দশমীর মাঝেই প্রায় ৮৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। দুর্গাপুজো চলাকালীন ট্রাফিক আইন (Traffic Rules) না মানার জন্য ৭০০০ এরও বেশি গাড়ি চালকের ওপর মামলা করা হয়েছে।
আরও পড়ুনঃ বসে না থেকে শুরু করুন ব্যবসা, অল্প পুঁজিতেই আয় হতে পারে ১ লক্ষ টাকা! জানুন বিস্তারিত
পুজোর সময় এক বিশেষ অ্যান্টি ক্রাইম টিম গঠন করা হয়েছিল, সাথে ছিল সাদা পোশাকের পুলিশবাহিনী। শহরের গুরুত্বপূর্ণ সমস্ত স্থানে টহলদারি চলছিল সর্বদাই, যাতে কোনপ্রক্রিয়ার বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। এই সময়েই গ্রেফতারি করা হয়।
জানা যাচ্ছে মহালয়া থেকে শুরু করে নবমী পর্যন্ত মোট ১,১০,৯২৯টি গাড়ি ধরেছে কলকাতা পুলিশ। যার মধ্যে অর্ধেকেরও বেশি বাইক, এছাড়া চারচাকাও ছিল। জানলে অবাক হবেন, এর মধ্যে নো পার্কিং জন্যে গাড়ি রাখার অভিযোগ রয়েছে ৪০,৫৮৪টি গাড়ির বিরুদ্ধে।
এছাড়াও হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য ২১ হাজার ১৮৩ জনের বিরুদ্ধে ও ট্রাফিক আইন উলঙ্ঘনের জন্য ৭ হাজার ৩৮৯ জনকে জরিমানা করা হয়েছে। এমনকি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে প্রায় ১০,৫০৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।