কলকাতার (Kolkata) বিভিন্ন থানায় প্রশাসনিক কাজে ডিজিটাল সহায়তা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ বাহিনী। জানা গিয়েছে, আসন্ন রবিবার শহরের নানা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমেই বাছাই হবে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, যাদের নিয়োগ নিয়ে তৎপর লালবাজার। তবে এবার পদ সংখ্যা ও নিয়োগ প্রক্রিয়ার ব্যাপকতা নিয়ে আগ্রহ যেমন রয়েছে, তেমনি কড়া নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের উচ্চপর্যায়ের নির্দেশে ৫৫টি পরীক্ষাকেন্দ্রে হবে লিখিত পরীক্ষা। নগরপাল মনোজ বর্মা ব্যক্তিগতভাবে সব ওসি, সহকারী নগরপাল এবং উপ-নগরপালদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে থাকবেন একজন করে ইনস্পেক্টর, যদিও পরীক্ষাকক্ষের ভেতরে কোনও পুলিশ সদস্য প্রবেশ করতে পারবেন না।
সূত্র বলছে, প্রায় ২২৫টি পদে নিয়োগের জন্য ২৩ হাজার প্রার্থীকে ডাক পড়েছে। বছর দেড়েক আগে প্রকাশিত বিজ্ঞাপনের ভিত্তিতেই অধিকাংশ প্রার্থী আবেদন করেছিলেন, তবে আইনি জটিলতায় তা স্থগিত ছিল। সম্প্রতি বাধা সরতেই ফের শুরু হয় প্রস্তুতি, আর আগের আবেদনপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করে প্রার্থী তালিকা তৈরি করা হয়।
পরীক্ষা নির্ঝঞ্জাট ও স্বচ্ছ রাখতে একাধিক নিয়ম কার্যকর হচ্ছে। পরীক্ষার্থীদের পাসপোর্ট মাপের ছবি ও পরিচয়পত্র আনতে হবে, যা মিলিয়ে দেখা হবে অ্যাডমিট কার্ডের তথ্য ও স্বাক্ষরের সঙ্গে। লিখিত পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের কম্পিউটার দক্ষতার আলাদাভাবে পরীক্ষা নিতে হবে এবং তাতে উত্তীর্ণ হলেই নিয়োগপত্র হাতে পাবেন সফল প্রার্থীরা।
লালবাজার সূত্রের বক্তব্য, এত বিপুল সংখ্যক ডেটা এন্ট্রি অপারেটর আগে কখনও নেয়নি কলকাতা পুলিশ। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে, নির্বাচিতরা শহরের বিভিন্ন থানায় প্রশাসনিক কাজে যুক্ত হয়ে দৈনন্দিন কার্যক্রমে গতি আনবেন। এবার তাই পরীক্ষাকেন্দ্র থেকে নিয়োগ তালিকা—সবখানেই নজরদারি কড়া।