দুর্গাপুজোর আগে শহরবাসীর জন্য দারুণ সুখবর নিয়ে এল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে অনলাইন টিকিট কাটলে মিলবে সরাসরি ৫% ছাড়। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, সাংবাদিকদের সামনে তথ্য জানিয়ে বলেন, আজ শুক্রবার থেকেই লাগু হচ্ছে এই নতুন সুবিধা, যা নিত্যযাত্রীদের যাতায়াতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
স্টেশন থেকে পেপার টিকিট কাটার ঝক্কির বদলে এখন যাত্রীরা সহজেই অনলাইনে টিকিট কাটতে পারবেন এবং সাথে সঙ্গে কম খরচে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যেমন, দমদম থেকে শোভাবাজার পর্যন্ত সাধারণত টিকিটের দাম ১০টাকা। এবার অ্যাপ দিয়ে টিকিট কাটলে সেই মূল্য দাঁড়াবে মাত্র ৯ টাকা ৫০ পয়সায়। একইভাবে, ২০টাকার টিকিট হলে যাত্রীরা ১টাকা ছাড় পাবেন। এই পরিবর্তনে স্টেশন কাউন্টারের সামনে ভিড় কমবে এবং সময়ও বাঁচবে।
কলকাতা মেট্রো আগের মতো ‘মেট্রো রাইড কলকাতা’ না হয়ে ‘আমার কলকাতা মেট্রো’ নামে অ্যাপ চালু করেছে। আধিকারিকরা বলছেন, ডিজিটাল ইন্ডিয়ার যুগে সরকারি পরিষেবাগুলোকে জনগণের কাছে আরও সহজলভ্য করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে মেট্রো ও ইস্টার্ন রেলে স্মার্ট কার্ডের ব্যবহার শুরু করারও কথা উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, টিকিটে কম খরচের পাশাপাশি ডিজিটাল অ্যাপের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা ও ব্যবহার বাড়বে এবং পরিষেবার মানও উন্নত হবে। যারা প্রতিদিন মেট্রোয় যাতায়াত করেন তাদের জন্য এই ছাড় বিশেষভাবে উপকারী হবে।
এখন অপেক্ষা, শহরবাসী কতটা দ্রুত এই সুযোগ কাজে লাগান। কলকাতা মেট্রোর নতুন ডিজিটাল স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল মহানগর।