দুর্গাপুজোয় (Durga Pujo) উৎসবের আমেজে ভাসছে রাজ্য, কিন্তু চতুর্থীর সকালেই ঘনিয়ে এসেছে আবহাওয়ার অশনি–সংকেত। সকাল থেকে নিয়মিতের চেয়ে বেশি বৃষ্টি শহর কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে উৎসবের পরিকল্পনায় ইতিমধ্যেই ব্যাঘাত ঘটিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের অন্তত ৯টি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে বজ্রঝড় এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
চতুর্থীর দিনে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় এই বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ফলে প্যান্ডেল–হপিংয়ের মেজাজ নষ্ট হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চলে জল জমে তৈরি হতে পারে দুর্ভোগ।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা চালু রয়েছে। আগামী শুক্রবার কোচবিহারকেও এই তালিকায় যুক্ত করা হয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল পঞ্চমীর চিত্র
পঞ্চমীর দিন থেকে ঝড়–বৃষ্টি আরও কয়েক ধাপ ছড়িয়ে পড়তে পারে রাজ্যের ওপর। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান মিলিয়ে একেবারে গোটা দক্ষিণ ও পশ্চিমাঞ্চলকেই আচ্ছন্ন করবে দুর্যোগ। সঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে বইতে পারে এমন দমকা হাওয়ার সতর্কতা।
সব মিলিয়ে চতুর্থীর দিনেই যখন পুজো–উৎসব ঘিরে শহরজুড়ে রঙিন আমেজ, তখনই দফায় দফায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া সেই আনন্দ অনেকটাই ম্লান করতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহের মধ্যেই রাজ্যের বেশিরভাগ অংশে বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে উৎসবের ভিড় ও যাতায়াতে সতর্ক থাকার পাশাপাশি ভিজে আবহাওয়ার জন্য পূজোয় বাড়তি প্রস্তুতি রাখা জরুরি হয়ে উঠছে কলকাতা ও দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের কাছে।