কলকাতায় উৎসবের মরশুম যতই ঘনিয়ে আসছে, মেট্রো রেল কর্তৃপক্ষ ততই যাত্রীদের জন্য আনতে শুরু করেছে নতুন সুবিধা। এবার বড়সড় স্বস্তির খবর মিলল বিমানবন্দরগামী যাত্রীদের জন্য। এতদিন নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো কেবল কর্মদিবসে মিলত, কিন্তু এবার সেই সমস্যার অবসান হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিনেও চালু হতে চলেছে এই পরিষেবা, ফলে শনিবার-রবিবার আর ট্যাক্সি বা ভিড়ভাট্টার বাসের উপর নির্ভর করতে হবে না।
নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ১৩ সেপ্টেম্বর থেকে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, শনিবার প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৮টা ৩২ মিনিটে। রবিবারের সূচি একটু আলাদা—সে দিন মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ৩৫ থেকে রাত ৮টা ২২ পর্যন্ত। এখন পর্যন্ত এই রুট শুধুমাত্র সোমবার থেকে শুক্রবার চালানো হচ্ছিল। তবে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মাথায় রেখে মেট্রো রেল কর্তৃপক্ষ পরিষেবাটি সপ্তাহ জুড়ে চালু করার উদ্যোগ নিয়েছে।
আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে এই রুটের উদ্বোধন হবার পর থেকেই সাধারণ মানুষের প্রশ্ন উঠছিল—উৎসবের দিন বা ছুটিতে কেন বিমানবন্দরের মেট্রো পাওয়া যাবে না? সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। উৎসবকালে বিমানবন্দরগামী যাত্রীর চাপ সামলাতে এবং শপিং সেন্টার, বাজারঘাটের বাড়তি ভিড় সামলাতে এই পদক্ষেপ যথেষ্ট কার্যকর হবে বলেই মনে করছে অনেকেই।
তবে সকলের স্বস্তির মাঝেই কিছু যাত্রীর আক্ষেপ রয়ে গিয়েছে। তাদের অভিযোগ, ভোরবেলা প্রথম দিকের ফ্লাইট বা গভীর রাতের বিমান ধরতে এই মেট্রো সময়সূচি পর্যাপ্ত নয়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত মেট্রো চললে যাত্রীদের সুবিধা বহুগুণ বাড়ত। ফলে অনেকেই চাইছেন মেট্রোর চলাচল সময় আরও বাড়ানো হোক।
তবুও ইতিবাচক দিক হলো, নতুন ব্যবস্থায় ভাড়ার কোনো তারতম্য হচ্ছে না। বুকিং-এর নিয়মও অপরিবর্তিত থাকবে। যাত্রীরা আগের নিয়মেই মেট্রো ব্যবহার করতে পারবেন। তবে কর্তৃপক্ষের পরামর্শ— ভ্রমণের আগে অবশ্যই নির্দিষ্ট সময়সূচি দেখে পরিকল্পনা করলে যাত্রা সহজ হবে। এখন দেখার উৎসবের কদিনে এই নতুন পদক্ষেপ কতটা ভরসা জোগাতে পারে সাধারণ যাত্রীদের।