বর্তমানে সমগ্র ভারত জুড়ে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে গুগল পে, ফোন পে, পেটিএম, BHIM -এর মত অ্যাপগুলির জনপ্রিয়তা এবং ব্যবহার ক্রমাগত হারে বাড়ছে। তবে এবারে এই সমস্ত অ্যাপকে টেক্কা দিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন পদক্ষেপ নিয়ে SBI গ্রাহক থেকে শুরু করে ভারতীয় জনগণের মধ্যে নানা ধরনের আলাপ-আলোচনার সৃষ্টি হয়েছে। আর তাই আজকের এই বিশেষ পোস্টে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কার্যকরী এই নতুন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গৃহীত বিশেষ পদক্ষেপটি কি?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গ্রাহকদের সুবিধার খাতিরে ইতিপূর্বেই YONO অ্যাপটি কার্যকর করা হয়েছিল। তবে বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে Yono অ্যাপের মাধ্যমে UPI মারফত ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা কার্যকর করা হয়েছে। তবে এক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল, যে সমস্ত গ্রাহকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে অ্যাকাউন্ট রয়েছে তাদের পাশাপাশি যে সমস্ত গ্রাহকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট নেই তারাও এই অ্যাপের মাধ্যমে UPI -এর মারফত পেমেন্ট করার সুবিধা লাভ করতে পারবেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য জানানো হয়েছে যে, SBI গ্রাহকের পাশাপাশি অন্যান্য সরকারি এবং বেসরকারি ব্যাংকের আওতাধীন গ্রাহকরাও UPI পেমেন্টের খাতিরে YONO অ্যাপে রেজিস্টার করতে পারবেন। YONO অ্যাপের মাধ্যমে UPI পেমেন্টের প্রক্রিয়াটিকে গ্রাহকদের জন্য আরো সুবিধাজনক করার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই YONO অ্যাপে কিছু বিশেষ ফিচারস অ্যাড করা হয়েছে। এক্ষেত্রে QR স্ক্যানের মাধ্যমে UPI পেমেন্টের সুবিধা সহ ফোনের কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নম্বরের মাধ্যমে UPI পেমেন্টের সুবিধা কার্যকর করা হয়েছে। এছাড়াও UPI পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচারসও অ্যাড করা হয়েছে YONO অ্যাপটিতে, এমনটাই জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্যে।
কিভাবে YONO অ্যাপের মাধ্যমে UPI পেমেন্ট করা সম্ভব?
Yono অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর https://play.google.com/store/apps/details?id=com.sbi.lotusintouch থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপটি ইনস্টল করে নিয়ে ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে New to SBI -এর নিচে থাকা Register Now অপশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি একাধিক অপশন দেখতে পারবেন। এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Register to Make UPI Payments অপশনটি নির্বাচন করে নিতে হবে।
এরপর আপনার যে ফোন নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে তার সিমটি নির্বাচন করে নিতে হবে। তারপর আপনাকে আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে গ্রাহককে সুবিধার্থে জানিয়ে রাখি যে, শুধুমাত্র ভারতীয় ফোন নম্বরের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব। মোবাইল ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য যেকোনো গ্রাহককে নিজের মোবাইল থেকে একটি এসএমএস পাঠাতে হবে। এক্ষেত্রে এই এসএমএস পাঠানোর জন্য আপনাকে স্বাভাবিকভাবে চার্জ দিতে হবে। মোবাইল নম্বর ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে ব্যাংকের নামের একটি লিস্ট চলে আসবে, এর মধ্য থেকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি নির্বাচন করে নিতে হবে।
ব্যাংক সঠিকভাবে নির্বাচন করা হলে SBI YONO অ্যাপের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করা হবে। ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা হলে আপনার সামনে তিনটি UPI আইডি চলে আসবে, এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ অনুসারে UPI আইডি বেছে নিতে পারবেন। UPI আইডিটি রেজিস্টার হয়ে গেলেই আপনি Yono অ্যাপের মাধ্যমে UPI মারফত টাকা পাঠানোর প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, Yono অ্যাপের মাধ্যমে UPI মারফত টাকা পাঠানোর ক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট MPIN তৈরি করতে হবে। এক্ষেত্রে MPIN টি ৬ থেকে ৮ সংখ্যার হতে পারে।