জাতিসংঘের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, বর্তমানে সমগ্র বিশ্বের নানাবিধ দেশগুলির মধ্যে জনসংখ্যার নিরিখে ভারত প্রথম স্থানে রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের FPA-র দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন -এর পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট মারফত জানানো হয়েছিল, বর্তমানে ভারতের জনসংখ্যা চীনের মূল ভূমির জনসংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে, আর তাতেই চীনকে ছাপিয়ে সমগ্র বিশ্বের সবথেকে জনবহুল দেশ হয়ে উঠেছে ভারত। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে বর্তমানে ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ ৭৫ হাজার ৮৫০। তবে ভারতের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার পর থেকেই যে বিষয়টি নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে তা হল, সমগ্র ভারতের কোন রাজ্যটিতে জনসংখ্যা সর্বাধিক? চলুন তবে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক:-
আয়তনের নিরিখে ভারত সমগ্র বিশ্বের মধ্যে সপ্তম স্থানে রয়েছে। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ অর্থাৎ ভারতের সম্পূর্ণ নাম ‘প্রজাতান্ত্রিক ভারত’। এর পূর্ব ভাগে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার, পশ্চিম ভাগে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং আরব সাগর। উত্তর ভাগে রয়েছে নেপাল, ভুটান এবং চীন, দক্ষিণভাগে রয়েছে বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা। বর্তমানে ভারতের ২৯ টি রাজ্য, ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১ টি জাতীয় রাজধানীর শাসিত অঞ্চল রয়েছে। আর এই ২৯ টি রাজ্যের মধ্যে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ। বলা যেতে পারে ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৮% মানুষই উত্তরপ্রদেশে বসবাস করে। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট মারফত জানা গিয়েছে যে, বর্তমানে উত্তরপ্রদেশে ২৩ কোটি ৭৯ লক্ষ মানুষ বসবাস করে।
অন্যদিকে জনঘনত্বের নিরিখে সমগ্র ভারতের ২৯ টি রাজ্যের মধ্যে প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে প্রতি বর্গকিলোমিটারের ৯০৩ মানুষ বসবাস করেন, যদিও জনসংখ্যার নিরিখে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে।
আরও পড়ুন:- সম্পূর্ণ বিনামূল্যে BSK ID এবং পাসওয়ার্ড সংগ্রহ করে প্রতি মাসে যথেষ্ট টাকা আয় করুন।
বিভিন্ন ক্ষেত্রের রিপোর্টে আরো জানা গিয়েছে যে, আয়তনের দিক থেকে সমগ্র ভারতের মধ্যে সবথেকে বড় রাজ্য হল রাজস্থান, যার আয়তন ৩৪২,২৩৯ বর্গ কিমি। অন্যদিকে গুজরাটের কচ্ছ জেলা হলো ভারতের মধ্যে সবথেকে বড় জেলা, যার আয়তন ৪৫,৬৭৪ বর্গ কিমি। সুতরাং বলা যেতে পারে গুজরাটের মধ্যে ভৌগলিক এলাকার ২৩.২৭ শতাংশ জুড়ে রয়েছে গুজরাটের কচ্ছ জেলা। বৃহত্তম রাজ্যের কথা বললে স্বাভাবিকভাবেই ক্ষুদ্রতম রাজ্যের কথাও এসে পড়ে। আর সমগ্র ভারতের মধ্যে সবথেকে ছোট রাজ্যটি হল গোয়া, যার আয়তন ৩৭০২ বর্গ কিমি। আবার ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য হল অরুণাচল প্রদেশ। প্রসঙ্গত উল্লেখ্য ভারতের ২৯ টি রাজ্যের মধ্যে কেরালাতে শিক্ষার হার সর্বাধিক। ২০১১ সালের আদমশুমারি অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র কেরালার প্রায় ৯৬.১১ শতাংশ পুরুষ শিক্ষিত এবং ৯২.০৭ মহিলা শিক্ষিত।