খুব শীঘ্রই আগস্ট মাস শুরু হতে চলেছে। আর আগস্ট মাস শুরু হবার আগেই আগস্ট মাসে রাজ্যের ছাত্র-ছাত্রীরা কত দিন ছুটি পেতে চলেছেন তার তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। ইতিমধ্যেই আগামী মাসে কত দিন ছুটি পাবে তা সংক্রান্ত তথ্য প্রকাশে আনায় যথেষ্ট খুশি হয়েছেন সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকেরা। তবে আগামী আগস্ট মাসে কোন কোন তারিখে কি কি কারণে ছুটি থাকতে চলেছে তা জানার জন্য রাজ্যের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের মধ্যে বারংবার বিভিন্ন প্রকার চর্চার সূত্রপাত ঘটেছে। আর তাই আজ আমরা আজকের এই পোস্টে আগস্ট মাসে রাজ্যের ছাত্র-ছাত্রীরা কোন কোন দিন কি কি কারণে ছুটি পেতে চলেছে তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ছাত্র-ছাত্রীরা আগত আগস্ট মাসে লম্বা ছুটি পেতে চলেছেন। এক্ষেত্রে ক্যালেন্ডার অনুসারে আগস্ট মাসের ৪ টি রবিবার ৬ আগস্ট, ১৩ ই আগস্ট, ২০ শে আগস্ট এবং ২৭ শে আগস্ট সাপ্তাহিক ছুটির কারণে স্কুলগুলি বন্ধ থাকবে। এছাড়াও অন্য যে সমস্ত ছুটিগুলি বরাদ্দ করা হয়েছে তা হলো:
১৫ ই আগস্ট ২০২৩:- ১৫ ই আগস্ট তারিখে স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রীরা ছুটি পেতে চলেছেন। স্বভাবতই ওইদিন পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিও বন্ধ থাকবে। তবে পতাকা উত্তোলন থেকে শুরু করে স্বাধীনতা দিবসের অন্যান্য কর্মকাণ্ডগুলি সম্পন্ন করার জন্য ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে হবে।
২৯ শে আগস্ট ২০২৩:- আগত ২৯ শে আগস্ট তারিখে ওনাম উপলক্ষে রাজ্যের ছাত্র-ছাত্রীরা ছুটি পেতে চলেছেন।
৩০ আগস্ট ২০২৩:- ৩০ শে আগস্ট তারিখে রাখি পূর্ণিমা উপলক্ষে সমগ্র রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলি বন্ধ থাকতে চলেছে।
আরও পড়ুন:- শুধু ভারতের মাটিতে নয় এবার UPI পরিষেবা মিলবে বিদেশেও। বিশদে জেনে নিন।
সুতরাং গোটা আগস্ট মাসে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ রবিবার সহ মোট সাতটি ছুটি পেতে চলেছেন রাজ্যের ছাত্র-ছাত্রীরা। ইতিপূর্বে অত্যন্ত গরম এবং তাপ প্রবাহের কারণে প্রায় দেড় মাস ধরে গরমের ছুটি উপভোগ করেছেন রাজ্যের ছাত্র-ছাত্রীরা। আবার আগামী অক্টোবর মাসে পূজা উপলক্ষে টানা ছুটি পাবেন ছাত্র-ছাত্রীরা। এরই মধ্যে শিক্ষা দপ্তরের তরফে আগত আগস্ট মাসের ১ তারিখ থেকে শুরু করে ৮ তারিখের মধ্যে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা নেওয়ার করা হলে যথেষ্ট চিন্তায় ছিলেন রাজ্যে ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ অভিভাবকেরা।
মূলত গরমের ছুটির কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যথেষ্ট খামতি রয়ে গিয়েছিল, আর তাতেই ছাত্র-ছাত্রীদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিল শিক্ষক অভিভাবক সহ শিক্ষা দপ্তরের কর্মকর্তারা। যদিও আপাতভাবে এক্সট্রা ক্লাসের মাধ্যমে এই খামতি পূরণ করা গেছে বলেই জানা গিয়েছে আর তাতেই আগস্ট মাসের ১ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলিতে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হতে চলেছে। আর এরই মধ্যে সমগ্র আগস্ট মাস কোন কোন দিন ছুটি রয়েছে তা সংক্রান্ত তথ্য প্রকাশে আনায় যথেষ্ট খুশি হয়েছেন রাজ্যের ছাত্র-ছাত্রীরা।