OTT প্লাটফর্মের(Ott Platform) চাহিদা এখন তুঙ্গে। সেই চাহিদার কথা মাথায় রেখে আবারও একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিল রিলায়েন্স জিও(Reliance Jio)। পোস্টপেড প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স (Netflix) বিনামূল্যে পাচ্ছেন Jio গ্রাহকরা। কোন কোন প্ল্যানে এই সুবিধা দিচ্ছে Jio? জেনে নিন এই প্রতিবেদনে।
যদিও অনেক আগে থেকেই Jio Fibre এবং Jio Postpaid প্ল্যানে ফ্রী তে নেটফ্লিক্স দেখার সুযোগ দিয়েছে Reliance Jio। এবারে জিও Prepaid Plan লঞ্চ করে ফ্রী তে নেটফ্লিক্স ওয়েবসিরিজ উপভোগ করার বিরাট সুযোগ দিচ্ছে জিও। শুধু নেটফ্লিক্সই নয়, আরো অজস্র OTT প্লাটফর্মেরও ব্যবস্থা রয়েছে।
দুটো প্ল্যান জিও লঞ্চ করেছে। যার মধ্যে প্রথম প্রিপেইড প্ল্যানটির মূল্য ১,০৯৯ টাকা। দৈনিক ২ জিবি অফুরন্ত ৫জি নেট সহ স্বাগতম বোনাস। দৈনিক ১০০ এসএমএস, আনলিমিটেড কলিং ছাড়াও এই চুরাশি দিনের জন্য বৈধ এই প্রিপেইড প্ল্যানে থাকছে জিওসিনেমা, জিওটিভি এবং জিওক্লাউড এর মতো একাধিক সুযোগ-সুবিধা।
দ্বিতীয় প্ল্যানটি হলো ১৪৯৯ টাকার জিও এয়ারফাইবার প্ল্যান কোম্পানী ৩০ দিনের বৈধতা এবং ৩০০এমবিপিএস ইন্টারনেট স্পিড সহ এই প্ল্যানটি চালু করেছে। এছাড়া এখানে রয়েছে Unlimited Calling, প্রতিদিন একশো SMS, Jio Cinema, JioTV এবং JioCloud এর মতো একগুচ্ছ সুবিধা রয়েছে এই দুটি প্রিপেইড প্ল্যানে।