বলিউডের অন্দরমহলে কিছুদিন ধরেই এক জল্পনা ঘুরপাক খাচ্ছিল। আলো-ঝলমলে পর্দায় নিয়মিত দেখা না মিললেও, ক্যাটরিনা কাইফকে ঘিরে কৌতূহল কমেনি অনুরাগীদের। নায়িকার নীরবতা, পাশাপাশি ভিকি কৌশলের রহস্যময় আচরণ—সবই যেন বাড়িয়ে তুলেছিল প্রশ্নচিহ্ন। অবশেষে নিজেরাই জানালেন এমন এক খবর, যা মুহূর্তেই আলোড়ন তুলেছে অনুরাগীদের মনে। আর সেটিই এখন টক অব দ্য টাউন।
ইনস্টাগ্রামে বিশেষ পোস্ট
সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সাদা-কালো ছবি প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ছবিতে দেখা যায়, নীরব কিন্তু আবেগঘন এক মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। ছবির সঙ্গে ছোট্ট ক্যাপশনে লেখা রয়েছে জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার কথা। মুহূর্তের মধ্যেই পোস্টটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা ভরিয়ে দেন শুভেচ্ছা বার্তায়।
কতটা বেড়েছে প্রতীক্ষার প্রহর?
তবে ঘনিষ্ঠ সূত্রে খবর— অভিনেত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। আগামী কয়েক মাসের মধ্যেই মধ্যেই আসতে চলেছে নতুন অতিথি তাদের সংসারে। এই কারণেই সাম্প্রতিক কালে তাকে খুব কমই জনসমক্ষে দেখা গিয়েছে। ক্যাটরিনা যতটা পেরেছেন আলো-ঝলমলে ইভেন্ট থেকে দূরে থেকেছেন। তবে এই বিষয়ে সরাসরি বিস্তারিত কিছু জানাতে চাননি তারা।
নীরব প্রেম থেকে রাজকীয় বিয়ে
বলিউডের অন্যতম পছন্দের এই তারকা জুটির সম্পর্ক শুরু হয়েছিল নীরবে। এমনকি বিয়ের ঘোষণার আগে পর্যন্ত ভক্তরা আঁচও পাননি তাদের পরিণয়ের খবর। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধেন তারা। তিন বছরের মাথায় আবার নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন ভিকি-ক্যাটরিনা।
এখন অনুরাগীদের প্রতীক্ষা, অভিনেত্রী কবে আনুষ্ঠানিকভাবে ভাগ করে নেবেন সেই পরম সুখবর। তার আগে পর্যন্ত আলোচনার ঝড় আরও বাড়বে বলেই মনে করছেন সবাই।