বেড়ে গেল সুদের হার, নতুন বছরে ধামাকা গিফট পেতে চলেছেন দেশবাসী। সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi Yojana) থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট একাউন্ট, সুবিধা মিলবে বাড়তি সুদের। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক, একটি বিজ্ঞপ্তিতে বলেছে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) এবং তিন বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অনেক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
Sukanya Samriddhi Yojana-তে সুদের হার কত বাড়ল ?
বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) সুদের হারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছে নতুন এই সুদের হার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সুদের হার ৮% থেকে বৃদ্ধি পেয়ে হবে ৮.২%। বিস্তারিত জানতে ক্লিক করুন https://transformingindia.mygov.in/scheme/sukanya-samriddhi-yojana/ এই লিঙ্কে।
বাড়ল আমানতের সুদের হারও :
সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) পাশাপাশি কেন্দ্রীয় সরকার ৩ বছরের আমানতের ক্ষেত্রেও সুদের হার বৃদ্ধি করেছে। এর আগে সরকার ৩ বছরের আমানতের ক্ষেত্রে মোট সুদ দিত ৭%। বর্তমানে এই সুদের পরিমাণ বেড়ে হয়েছে ৭.১%। ১ বছরের আমানতের ক্ষেত্রেও সুদের হার বাড়ানো হয়নি। এক্ষেত্রেও আগের মতোই ১ বছরের আমানতে গ্রাহকদের ৬.৯ শতাংশ সুদ প্রদান করা হবে। ২ বছরের আমানতের ক্ষেত্রে সুদের হারের কথা বললেও সরকারের তরফ থেকে এক্ষেত্রেও সুদ বৃদ্ধি করা হয়নি। এই আমানতের ক্ষেত্রেও আগের মতো এবারও গ্রাহকরা ৭% সুদ পাবেন।
সুদ কমেছে পিপিএফ-এর :
পিপিএফ সুদের সর্বশেষ পরিবর্তন ২০২০ সালের এপ্রিল-জুন মাসে হয়েছিল, যখন এটি ৭.৯ শতাংশ থেকে কমিয়ে ৭.১ শতাংশ করা হয়েছিল। গতবার কেন্দ্রীয় সরকার পাঁচ বছরের আরডি প্রকল্পে কোনও পরিবর্তন করেনি। আজকের ঘোষণার আগে কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ছিল ৪ শতাংশ থেকে ৮.২ শতাংশের মধ্যে।
আরও পড়ুন : প্রবীণ নাগরিকদের ৮.২ শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিস! এই স্কিমে টাকা রাখলে দিতে হবে না ট্যাক্সও
জানুয়ারী থেকে মার্চ ২০২৪ এর সুদের হার কেমন ?
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৪% সুদ
এক বছরের টাইম ডিপোজিটের সুদের হার ৬.৯ শতাংশ
২ বছরের টাইম ডিপোজিটের সুদের হার ৭.০ শতাংশ
৩ বছরের স্থায়ী আমানতের সুদের হার ৭.১ শতাংশ
৫ বছরের টাইম ডিপোজিটের সুদ ৭.৫ শতাংশ
৫ বছরের RD স্কিমে সুদ ৬.৭ শতাংশ
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এর উপর সুদ ৭.৭ শতাংশ
কিষাণ বিকাশ পত্রের সুদ ৭.৫ শতাংশ
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ) সুদ ৭.১ শতাংশ
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের (SSY) সুদ ৮.২ শতাংশ
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSSY) সুদ ৮.২ শতাংশ
মান্থলি ইনকাম একাউন্ট-এ সুদ ৭.৪ শতাংশ
পরিবর্তন করা হয়নি বেশ কিছু ক্ষেত্রের সুদ :
ছোট সঞ্চয় প্রকল্পের অধীনে, সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) এবং জানুয়ারি-মার্চ ২০২৪ ত্রৈমাসিকের জন্য ৩ বছরে ম্যাচুরিটির উপর সুদ বাড়ানো হয়েছে। অন্যান্য সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প অপরিবর্তিত রাখা হয়েছে। এটা লক্ষণীয় যে, পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের সুদ ব্যাঙ্ক FD-এর সুদের চেয়ে বেশি ৷