Indian Railway Rules : আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে নিজেদের যাত্রা সম্পন্ন করেন। কর্মসূত্রে যাত্রা হোক বা ঘুরতে যাওয়া সস্তায় অনেকটা দূরত্ব যেতে হলে ট্রেনের থেকে ভালো উপায় নেই বললেই চলে। তাছাড়া ভারতের প্রায় প্রতিটা কোণায় বিস্তৃত রয়েছে ভারতীয় রেল (Indian Railway)। আর ট্রেনে যাত্রার সময় টিকিট চেকিং সম্পর্কে সকলেই জানেন। টিকিট থাকলে ঠিক আছে কিন্তু না থাকলেই বিপদ দিতে হয় ফাইন। কিন্তু এবার নাকি টিকিট থাকলেও দিতে হবে ফাইন! ব্যাপারটা কি? চলুন জেনে নেওয়া যাক।
সম্প্রতিকালে সোশ্যাল মিডিয়াতে এমন একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জেনারেল কোচ তো বটেই, AC থ্রি টায়ার, টু টায়ার বগিতে একগাদা লোক উঠে পড়েছে। যার জেরে মোটা টাকার টিকিট কেটেও বড্ড সমস্যায় পড়তে হয় যাত্রীদের। যদিও জেনারেল কোচের টিকিট কেটে অন্য বগিতে ওঠা আইনত অপরাধ। কিন্তু সেটা খুব একটা গুরুত্ব দিত না যাত্রীরা। কিন্তু এবার নতুন আরও কড়া নিয়ম জারি করল ভারতীয় রেল।
Indian Railway টিকিট সিস্টেমের নতুন নিয়ম
যেমনটা জানা যাচ্ছে, যদি কোনো ব্যক্তি ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে ওঠেন তাহলে তাকে মোটা টাকার জরিমানা দিতে হবে। কারণ অনেক সময় গ্রূপে টিকিট কাটা থাকলে কেউ কেউ ওয়েটিং লিস্টের টিকিট দিয়েই যাত্রা সেরে ফেলত। এতে একদিকে যেমন সফর হয়ে যেত তেমনি টিকিট কনফার্ম না হওয়ায় টাকাও ফেরত পাওয়া যেত। কিন্তু এবার আর সেটা হবে না।
আরও পড়ুনঃ ৩ মাস নয়, এবার প্রতিমাসে আসবে কারেন্টের বিল! বড় ঘোষণা জানাল WBSEDCL
ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে টিকিট পরীক্ষকের কাছে ধরা পড়লেই মোটা টাকা জরিমানা দিতে হবে। তাই যারা আগামী দিনে যাত্রা করতে চলেছেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, নাহলে বিপদ আপনারই। এছাড়াও জেনারেল কোচের টিকিট কেটে অন্য ক্লাসে উঠলেও ফাইন করা হবে বলে জানা গিয়েছে।