দেশের যুবসমাজের জন্য এসেছে এক নতুন সুযোগ। শুধু ১০ম বা ১২শ পাস করেই মিলতে পারে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দেওয়ার সম্ভাবনা—হ্যাঁ, দেশের প্রতিরক্ষাবাহিনীতে! সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, নির্দিষ্ট গ্রুপের আওতায় শূন্যপদের জন্য আবেদন চলছে। তবে কোন গ্রুপে, কতটি পদ, আর কবে পর্যন্ত আবেদন করা যাবে—সেটাই এখন জানার বিষয়।
জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীতে গ্রুপ-সি শ্রেণির অধীনে মোট ১৯৪টি পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এ জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ১০ম বা ১২শ শ্রেণি উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিগ্রি থাকা আবশ্যক। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৪ অক্টোবর ২০২৫ তারিখে। আবেদন প্রক্রিয়া অনলাইনে না হলেও, অফলাইনে করতে হবে নির্দিষ্ট পদ্ধতিতে। প্রার্থীদের প্রথমে joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদনফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সেই ফর্ম পাঠাতে হবে কমান্ড্যান্ট, ৫০৫ আর্মি বেস ওয়ার্কশপ, দিল্লি ক্যান্ট—এই ঠিকানায়। শেষ তারিখ ৪ নভেম্বর ২০২৫।
শারীরিক মানদণ্ডের ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে—যেমন উচ্চতা অন্তত ১৬৫ সেন্টিমিটার, বুকের মাপ ৮১.৫ সেন্টিমিটার এবং ওজন ৫০ কেজি নির্ধারিত। এরপর আসবে বাছাইয়ের পর্ব—প্রথমে লিখিত পরীক্ষা, যেখানে ইংরেজি, রিজনিং ও নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে ১৫০টি প্রশ্ন থাকবে। সফল পরীক্ষার্থীরাই পরে ডকুমেন্ট যাচাইয়ের ধাপে অংশ নিতে পারবেন।
তাই যারা ছোট থেকেই ভারতীয় সেনায় চাকরির স্বপ্ন দেখেন, তাদের জন্য এ এক অসাধারণ সুযোগ। নির্দিষ্ট যোগ্যতা ও শারীরিক মান পূরণ হলে এখনই শুরু করতে পারেন আবেদন প্রক্রিয়া—কারণ সময় কিন্তু হাতে বেশিদিন নেই।