আন্তর্জাতিক কূটনীতিতে যখন প্রভাবের খেলা চলছেই, সেই সময় ভারত একবার আবার নিজের অবস্থান স্পষ্ট করে দিল। সম্প্রতি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন এক চুক্তি নিয়ে চলছে গুরুত্বপূর্ণ আলোচনা। সূত্রের খবর, এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বহুল আলোচিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই আপত্তি জানিয়ে এসেছে ভারতের রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা প্রযুক্তি কেনার বিষয়ে। এর আগেও রুশ তেল আমদানিকে কেন্দ্র করে দিল্লির উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল ওয়াশিংটন। কিন্তু সেই চাপের কাছে নতি স্বীকার না করে ভারতীয় সরকারের অবস্থান স্পষ্ট—জাতীয় স্বার্থে কোনও ছাড় দেওয়া যাবে না।
সীমান্ত উদ্বেগ থেকে নতুন সিদ্ধান্ত
২০১৮ সালে চীনা সামরিক তৎপরতার বাড়তে শুরু করায় ভারত ৩৯ হাজার কোটি টাকার খরচে পাঁচটি এস-৪০০ ইউনিট কেনার চুক্তি করে রাশিয়ার সঙ্গে। এর মধ্যে তিনটি ইতিমধ্যেই ভারতীয় সেনার হাতে এসে সীমান্তে মোতায়েন হয়েছে। তবে শেষ দুটি ইউনিটের সরবরাহ নিয়ে অনেক দিনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ নিয়ে সরাসরিই প্রশ্ন জানিয়েছিলেন। ফলে বেশ কিছুদিনের গড়িমসির পর মস্কো পুনরায় আশ্বাস দিয়েছে—২০২৬ ও ২০২৭ সালে বাকি দুটি ইউনিট হাতে পাবে ভারত। শুধু তাই নয়, এর বাইরে অতিরিক্ত ইউনিট কেনার বিষয়ও এখন আলোচনায়।
কার্যক্ষমতার নজির
এস-৪০০ ব্যবস্থার সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে বারবার আলোচনা হয়েছে। কয়েক বছর আগে সীমান্তে কিছু গুরুত্বপূর্ণ অভিযানে এই বর্ম সফলভাবে পাকিস্তানের বিমান শক্তিকে প্রতিহত করে। বিশেষজ্ঞরা সেই সাফল্যকে ভারতের আকাশ প্রতিরক্ষায় এক মাইলফলক হিসেবে দেখেছিলেন। অনেক সামরিক বিশ্লেষক এর তুলনা করেন ইসরায়েলের খ্যাতনামা ‘আয়রন ডোম’-এর সঙ্গে।