বর্তমানে বিনিয়োগের (Investment in Post Office) একাধিক সুযোগ রয়েছে। তবে, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনেকেই নিজের টাকা পোস্ট অফিসের (Investment in Post Office) বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে। এখানে বিনিয়োগের ক্ষেত্রে কোন প্রকার ঝুঁকি না থাকায়, মানুষের পোস্ট অফিসে বিনিয়োগ করা এত প্রিয়। আপনিও যদি পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে, নতুন বছরে খুরির খবর পাওয়ার সম্ভবনা রয়েছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং আরও বিভিন্ন প্রকল্পের সুদের হার সরকার বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
Investment in Post Office-র জনপ্রিয় স্কিম :
বর্তমানে পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির (Investment in Post Office) তালিকায় রয়েছে এক, দুই, তিন এবং পাঁচ বছরের টাইম ডিপোজিট, পাঁচ বছরের রেকারিং ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশ পত্র, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম।
আর মাত্র কয়েদিন পরেই নতুন বছর শুরু হতে চলেছে, এর আগেই অর্থাৎ আগামী ২৯ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠতব্য বৈঠকে জানুয়ারি-মার্চ ২০২৪ এর নতুন সুদের হার সরকার নির্ধারণ করবেন বলে অনুমান করা হচ্ছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা, নেশানাল সেভিংস স্কিম, কিষান বিকাশ পত্র এর মত প্রকল্পের সুদের বৃদ্ধি করতে পারে সরকার।
প্রতি ৩ মাস অন্তর সুদের হার পরিবর্তন করা হয় :
তারল্য এবং মুদ্রাস্ফীতির উপর নজর রেখে ত্রৈমাসিক অর্থাৎ প্রতি ৩ মাস অন্তর সরকার পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের (Investment in Post Office) সুদের হার পরিবর্তন করে। যদি পরিবর্তনের প্রয়োজন না থাকে, তাহলে ওই একই সুদের হার রাখা হয়। এর আগে অর্থমন্ত্রক সর্বশেষ সুদের হার প্রকাশ করেছিল গত ১ অক্টোবর, ২০২৩, যা থাকবে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত। এরমানে জানুয়ারিতে আবার সুদের হার পরিবর্তন হতে পারে।
এর আগের পরিবর্তনে সরকার শুধুমাত্র ৬ বছরের RD-তে সুদের হার বৃদ্ধি করেছিলেন। এর সুদের হার ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭ শতাংশ করেছিল। এছাড়া অন্যান্য কোনো স্কিমের সুদের হার পরিবর্তন করা হয়নি। তাই এবার অনন্যাও স্কিমের সুদের হার বাড়াতে পারে সরকার।
আরও পড়ুন : বিভিন্ন ব্যাঙ্কে জমা ৪৫০০০ কোটির বিপুল বেনামি সম্পত্তি! সব টাকা বিলিয়ে দেবে RBI! কীভাবে পাবেন?
বর্তমানে Investment in Post Office-র এই স্কিমে দেওয়া হচ্ছে সর্বোচ্চ সুদ :
বর্তমান ভারতের প্রবীণ নাগরিকদের জন্য শুরু করা পোস্ট অফিসের স্কিমে (Investment in Post Office) সর্বোচ্চ সুদের হার প্রদান করা হচ্ছে। পোস্ট অফিসের পাব্লিক প্রফিট ফান্ডের বর্তমানে সুদের হার ৭.১ শতাংশ, এবং সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সুদের হার ৮.২ শতাংশ। অর্থাৎ সরকার বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে।
অন্য স্কিমগুলিতে সুদ কেমন ?
সেভিংস অ্যাকাউন্ট :
বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যাবে ৪ শতাংশ সুদের হার। বার্ষিক এই হার মিলবে।
টাইম ডিপোজিট :
চারটি মেয়াদে টাইম ডিপোজিটে আপনি বিনিয়োগ করতে পারবেন। পোস্ট অফিসের এক বছরের টাইম ডিপোজিটে পাওয়া যাবে ৬.৯ শতাংশ সুদ। দুই এবং তিন বছরের টাইম ডিপোজিটে মিলবে ৭ শতাংশ সুদের হার। পাঁচ বছরের টাইম ডিপোজিটে আপনি পাবেন ৭.৫ শতাংশ সুদের হার। এই হার প্রতি ত্রৈমাসিকে যুক্ত হবে।
পাঁচ বছরের রেকারিং ডিপোজিট :
এই প্রকল্পে চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে হার পরিবর্তন হয়েছে। ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধির পর পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে মিলবে ৬.৭ শতাংশ সুদ।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম :
এই প্রকল্পে প্রবীণ নাগরিকরা প্রতি ত্রৈমাসিকে সুদ পেয়ে থাকেন। বর্তমানে এই প্রকল্পে বিনিয়োগ করলে গ্রাহকরা পাবেন 8.2 শতাংশ সুদের হার। স্মল সেভিংস স্কিমগুলির মধ্যে বর্তমানে এই প্রকল্পে সবচেয়ে বেশি সুদ মিলছে।
মান্থলি ইনকাম অ্যাকাউন্ট :
এই প্রকল্পে আপনি পাবেন ৭.৪ শতাংশ সুদ। এই প্রকল্পে গ্রাহকদের প্রতি মাসে সুদের হার প্রদান করা হয়।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট :
আপনি যদি এই প্রকল্পে বিনিয়োগ করেন মিলবে ৭.৭ শতাংশ সুদের হার। বার্ষিক এই সুদ প্রিন্সিপ্যালের সঙ্গে যুক্ত হয়। এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। মেয়াদ উত্তীর্ণের পর আপনি সুদ-সহ অর্থ হাতে পাবেন।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড :
এই প্রকল্পে বহু মানুষ বিনিয়োগ করেন। প্রকল্পটির মেয়াদ পনেরো বছর। এই প্রকল্পে গ্রাহকরা পাবেন 7.1 শতাংশ সুদ।
কিষাণ বিকাশ পত্র :
বর্তমানে কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগে মিলবে ৭.৫ শতাংশ সুদ। অর্থাৎ ১১৫ মাসে গ্রাহকরা দ্বিগুণ অর্থ রিটার্ন পাবেন।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট :
এই প্রকল্পে পাবেন ৭.৫ শতাংশ সুদ।
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম :
পোস্ট অফিসের এই প্রকল্পে মিলছে 8 শতাংশ সুদের হার।
বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.indiapost.gov.in/Financial/pages/content/post-office-saving-schemes.aspx লিঙ্কে।
এক ঝলকে দেখে নিন সম্পূর্ণ তালিকা :
স্কিমের নাম | কত শতাংশ সুদ? |
---|---|
সঞ্চয় আমানত | ৪% |
১ বছরের FD | ৬.৯% |
২ বছরের FD | ৭% |
৩ বছরের FD | ৭% |
৫ বছরের FD | ৭.৫% |
৫-বছরের RD | ৬.৭% |
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) | ৭.৭% |
কিষাণ বিকাশ পত্র (KVP) | ৭.৫% |
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) | ৭.১% |
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট | ৮% |
সিনিয়র সিটিজেন সেভিং স্কিম | ৮.২% |
মন্থলী ইনকাম স্কিম (MIS) | ৭.৪% |