বিদ্যুতের বিল (Electricity Bill Reduce) দিতে হাঁসফাঁস করছে মানুষ। বিল কিভাবে কম করা যায় সি নিয়ে চিন্তায় দেশবাসী। পশ্চিমবঙ্গে নেট মিটারিংয়ের জন্য ৩ ফেজ এবং ৫ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হয়ে থাকে। কলকাতার মতো শহরে এসি, কুলার এবং অন্যান্য বৈদ্যুতিক উপকরণগুলি প্রায় প্রতিটি বাড়িতে ব্যবহৃত হয়। যার ফলে মাসের শেষে মোটা অঙ্কের বিদ্যুতের বিল আসে। অন্যদিকে, লকডাউনের সময় থেকে ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছে। তাই অনেক লোক যারা জব করছেন তারা এখনও বাড়িতে কাজ করছেন। যার কারণে তাদের বিদ্যুৎ বিলও বেশি আসছে। লকডাউনের আগে সাধারণত একটি বাড়ির জন্য যে বিদ্যুৎ বিল আসত তা লকডাউনের পরে ওয়ার্ক ফ্রম হোমের কারণে বেড়েছে। তাই আজকাল লোকেরা বিদ্যুতের বিল কমাতে (Electricity Bill Reduce) নতুন নতুন উপায় অবলম্বন করছে।
Electricity Bill Reduce কীভাবে করবেন ?
১) শুরু করুন এলইডি বাল্ব ব্যবহার :
পুরানো ফিলামেন্ট বাল্ব ব্যবহার বন্ধ করে এলইডি বাল্ব-এর ব্যবহার শুরু করুন। আগে কার দিনের যে সব ফিলামেন্ট বাল্ব এবং সিএফএল ব্যবহার করা হতো সে গুলি ব্যবহার করলে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। তাই বর্তমানে অনেকেই এলইডি বাল্ব ব্যবহার করছেন। এতে যেমন আলো পাওয়া যায়। তেমনই এতে বিদ্যুৎ খরচ (Electricity Bill Reduce) অনেকটাই কমাবে। ৯ ওয়াটের একটি এলইডি বাল্ব ১১১ ঘন্টায় ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে।
২) বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যাবহার কম করুন :
বর্তমান সময়ে বেশিভাগ মানুষ নানা প্রকার বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করে। যেমন মাইক্রোওয়েভ, বৈদ্যুতিক কেটল, এয়ার ফ্রায়ার ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলি প্রচুর পরিমানে বিদ্যুৎ খরচ (Electricity Bill Reduce) করে। তাই এই সমস্ত জিনিসগুলির পরিবর্তে আপনি যদি উনান বা গ্যাস ব্যবহার করেন তাতে করে আপনার বাড়ির বিদ্যুৎ খরচ অনেকটাই কমবে এবং মাস শেষে পকেটে টাকাও বাঁচবে।
আরও পড়ুন : বেতন ২৫০০০! চিন্তা নেই! অবসরের পর পেয়ে যাবেন প্রায় ২ কোটি টাকা! জেনে নিন কীভাবে
৩) প্লাগ পয়েন্ট ও সুইচ বন্ধ রাখুন :
অনেক সময় আমরা বাড়ির প্লাগ পয়েন্ট বা সুইচ বোর্ড বন্ধ করতে ভুলে যাই। বিশেষ করে টিভি অফ করে কিংবা মোবাইল চার্জ থেকে খুলে নেওয়ার পরও আমরা প্লাগ পয়েন্ট চালিয়ে রাখি। এতে করে আপনার বিদ্যুৎ কানেকশন সচল থাকে এবং বিদ্যুৎ খরচ (Electricity Bill Reduce) অনেকটা হয়ে যায়। তাই বিদ্যুৎ খরচ কমাতে হলে প্লাগ পয়েন্ট ও সুইচ বন্ধ করে রাখবেন। এতে করে প্রতি মাসে আপনার অনেকটা টাকা বাঁচবে।
৩) ফুয়েল এফিশিয়েন্ট রেটিং চেক করে নিন :
টিভি থেকে শুরু করে ফ্রিজে ফুয়েল এফিশিয়েন্ট রেটিং দেওয়া থাকে। এই ধরণের বৈদ্যুতিক সরঞ্জাম কেনার সময় অবশ্যই ফুয়েল এফিশিয়েন্ট রেটিং চেক করে তবেই কিনবেন। এই রেটিং যত বেশি হবে বিদ্যুৎ খরচ (Electricity Bill Reduce) তত কম হবে। যেমন একটি ৫ স্টার বিশিষ্ট এসির বিদ্যুৎ খরচ ৮০০ ইউনিট। সেখানে একটি ৩ স্টার এসির বিদ্যুৎ খরচ ৯৭৫। তাহলে বুঝতেই পারছেন কতটা বিদ্যুৎ খরচ কমবে।
৫) সৌরশক্তির ব্যাবহার করুন :
এছাড়া বিদ্যুৎ বাঁচানোর আরো একটি উপায় সৌরশক্তির ব্যবহার। বাড়িতে সোলার প্যানেল লাগান। এই সোলার প্যানেলের মাধ্যমে সৌর শক্তি ব্যবহার করে বাড়িতে আলো সহ অনেক কিছু চালাতে পারবেন। এতে করে খরচ অনেকটাই বাঁচবে। বিস্তারিত জানতে ক্লিক করুন রাজ্য বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.wbsedcl.in/