ভারতীয় নাগরিকদের নাগরিকত্বের প্রমাণপত্র রূপে ব্যবহৃত অন্যতম উল্লেখযোগ্য একটি নথি হল ভোটার কার্ড। আর এই ভোটার কার্ডই যদি নানাবিধ তথ্যে ভুল থাকে তবে যেকোনো ব্যক্তিকেই যেকোনো ধরনের কাজে হয়রানির শিকার হতে হবে। এই সমস্যা দূর করার জন্য নির্বাচন কমিশনের তরফে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে আপনারা অত্যন্ত সহজেই নিজেদের ভোটার কার্ডের ভুল তথ্য সংশোধন করতে পারবেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের এই নতুন নিয়মের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই আপনারা নতুন ভোটার কার্ডও পেয়ে যাবেন।
কিভাবে বাড়িতে বসেই ভোটার কার্ডের তথ্য সংশোধন সম্ভব:-
ভোটার কার্ডের যেকোনো প্রকার ভুল তথ্য সংশোধন করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকরী VOTER HELPLINE অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপটির হোম পেইজে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে VOTER REGISTRATION অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে আসা নতুন অপশনগুলির মধ্যে থেকে CORRECTION OF ENTRIES (FORM 8) অপশনটি নির্বাচন করে নিন। পরবর্তীতে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে এই পেজে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করা হলে আপনার সামনে আবারও একটি নতুন পেজ আসবে, এই পেজের নিচের দিকে থাকা Let’s Start অপশনে ক্লিক করুন।
উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে Do You Already Have a Voter id number -এর অধীনে আপনি দুটি অপশন পাবেন। এক্ষেত্রে আপনার ভোটার কার্ড থাকলে Yes I Have Voter Id Number অপশনটি নির্বাচন করুন। যদি আপনার ভোটার কার্ড না থাকে তবে No I don’t have Voter id number অপশনটি নির্বাচন করুন। এরপর পেজটির নিচে থাকা NEXT অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে আসা পেজটিতে আপনার ভোটার আইডি নম্বর লিখে এবং রাজ্য সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে Fetch Details অপশনে ক্লিক করুন এবং পরবর্তীতে proceed অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন:- অনলাইলে ই-রেশন কার্ড ডাউনলোড করবেন কিভাবে, জেনে নিন
পরবর্তীতে আপনার সামনে আসা পেজটিতে আপনি আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন, এই পেজের নিচে থাকা Next অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস সঠিকভাবে পূরণ করতে হবে এবং পেজের নিচে থাকা Next অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে আপনি কেন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন জানিয়েছিলেন তার কারণ নির্বাচন করতে হবে। এক্ষেত্রে ভোটার কার্ডের তথ্য সংশোধন করার জন্য Correction of entries in Existing Electoral Roll অপশনে ক্লিক করুন এবং আপনি কোন তথ্যটি আপডেট করতে চাইছেন তা সিলেক্ট করে নিন।
এরপর আপনি পুরনো তথ্য সংশোধন করে যে নতুন তথ্যটি আপডেট করতে চাইছেন তা সঠিকভাবে লিখুন এবং নেক্সট অপশনে ক্লিক করুন। পরবর্তী পেইজে আপনি কোন স্থান থেকে আবেদন জানাচ্ছেন তা সঠিকভাবে উল্লেখ করে DONE অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে সম্পূর্ণ ফর্মটির একটি প্রিভিউ চলে আসবে। প্রিভিউতে সমস্ত তথ্য ঠিক থাকলে CONFIRM অপশনে ক্লিক করার মাধ্যমে ফর্মটি সাবমিট করুন। এরপর ভোটার হেল্পলাইন অ্যাপের তরফে আপনাকে একটি রেফারেন্স আইডি দেওয়া হবে, এটি পরবর্তীতে প্রয়োজন হবে সুতরাং রেফারেন্স আইডিটি সামলে রাখুন।