রান্নার গ্যাসের ভর্তুকি (Subsidy on LPG) নিয়ে সমস্যায় থাকেন অনেকেই। আদৌও তাঁরা ভর্তুকি পান কিনা তা ঠিক বুঝে উঠতে পারেন না। এবার সংসদের শীতকালীন অধিবেশনে রান্নার গ্যাসের ভর্তুকি (Subsidy on LPG) নিয়ে এক প্রশ্নের জবাব দিতে উঠে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, দেশে LPG সিলিন্ডারের কানেকশন আছে প্রায় ৩৩ কোটি। এরমধ্যে উজ্জ্বলা যোজনার গ্রাহকের সংখ্যা প্রায় ১০ কোটি। এই ৩৩ কোটি গ্যাস সংযোগের মধ্যে অধিকাংশই নানান মাত্রায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সিলিন্ডার পিছু ভর্তুকির (Subsidy on LPG) টাকা পেয়ে থাকেন।
কারা পান Subsidy on LPG ?
উজ্জ্বলা যোজনার গ্রাহকরা তুলনায় অনেক বেশি ভর্তুকির পান। অপরদিকে সাধারণ গ্রাহকদের ভর্তুকির পরিমাণ বেশ কম। তবে মোদি সরকার ক্ষমতায় আসার পর সচ্ছল গ্রাহকরা চাইলে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি (Subsidy on LPG) ছাড়তে পারবেন, এমন এক সুযোগ নিয়ে এসেছে। যার মাধ্যমে বেশ কিছু গ্রাহক গ্যাস সিলিন্ডারে ভর্তুকি ত্যাগও করেছেন।
Subsidy on LPG নিয়ে বিভ্রান্ত মানুষ :
বর্তমানে উজ্জ্বলা যোজনা নয় এমন সাধারণ এলপিজি গ্রাহকরা সিলিন্ডার পিছু মোটামুটি ১৯.৫৭ টাকা ভর্তুকি পেয়ে আসছেন, যা আদতে অত্যন্ত কম। একটা সময় ছিল ভর্তুকির অর্থ সরকার গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলিকে প্রদান করে দিত। ফলে জনসাধারণ দামে ছাড় দিয়েই গ্যাস সিলিন্ডার কিনতে পারত। কিন্তু বর্তমানে বাজারদরেই প্রত্যেক গ্রাহককে গ্যাস সিলিন্ডার কিনতে হয়। পরে কেন্দ্র ভর্তুকির অর্থ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এই ব্যবস্থা চালু হওয়ার পরই গ্রাহকদের ভর্তুকি পাওয়া এবং সেই অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা নিয়ে এক বিভ্রান্তি তৈরি হয়েছে।
আরও পড়ুন : ভুলে যান লক্ষীর ভান্ডার! এই প্রকল্পে আবেদন করলেই মাসে মাসে ২০০০, টাকা দেবে কেন্দ্র
কীভাবে চেক করবেন আপনি ভর্তুকি পাচ্ছেন কিনা ?
১) প্রথমে আপনার স্মার্টফোনের ব্রাউজারে যান। www.mylpg.com-এই ওয়েবসাইটে ঢুকুন।
২) New User অপশনে ক্লিক করে নাম রেজিস্ট্রার করুন। এর জন্য গ্রাহকের নাম, ফোন নম্বর, বয়স, দিতে হবে।
৩) ওয়েবসাইটটি খোলার পর আপনার ১৭ সংখ্যার LPG ID টাইপ করুন। সেইসঙ্গে একটি পাসওয়ার্ড দিন।
৪) এরপর নির্দিষ্ট স্থানে ক্যাপচা কোড ভরুন।
৫) এরপর সাবমিট করার সঙ্গে সঙ্গে একটি OTP আসবে আপনার গ্যাস সংযোগের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে।
৬) এবার আপনার ফোনের ই-মেল অ্যাপ খুলুন। দেখবেন ইনবক্সে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক এসেছে। লিঙ্কে ক্লিক করলেই অ্যাক্টিভেশান হয়ে যাবে। এরপর mylpg-র ওয়েবসাইটে ফিরে আসুন ও লগ ইন করুন।
৭) আপনার আধার কার্ড যদি LPG অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড থাকে, সেক্ষেত্রে একটি অপশন আসবে এই সংক্রান্ত। সেটিতে ক্লিক করুন।
৮) এবার View Subsidy অপশনে ক্লিক করুন।
৯) এবার আপনার গ্যাস সিলিন্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পাবেন। কোন মাসে কত টাকা ভর্তুকি পেয়েছেন, আপনার নামে কটি গ্যাস সিলিন্ডার আছে, আপনার গ্যাস সিলিন্ডারে ভর্তুকির ব্যবস্থা এখনও চালু আছে কিনা এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি জেনে যাবেন।