বেকার যুবক-যুবতীদের বিরাট সুবিধা দিচ্ছে যুবশ্রী প্রকল্প (Yuvashree Scheme)। পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল শিক্ষা পড়ুয়ারা যারা দীর্ঘদিন আগে পড়াশুনা কমপ্লিট করে নিয়েছেন। কিন্তু অর্থের অভাবে তারা কোনো রকমের চাকরি বা কোনো ব্যবস্যা করতে পারছে না। এর ফলে বেশির ভাগই শিক্ষা পড়ুয়ারা হতাশ হয়ে বাড়িতে বসে আছেন। তাহলে এবার উচ্চমাধ্যমিক পাশ করা সকল পড়ুয়াদের কে আর চিন্তা করতে হবে না, তাদের সকলের চিন্তা দুর করার জন্যে নিয়ে এসেছি আজকে একটি তাজা খবর। যেখানে উচ্চমাধ্যমিক পাসের সকল পড়ুয়াদের কে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে দিবে ২৫০০ টাকা।
চাকরির বেহাল দশায় আশা দেখাচ্ছে Yuvashree Scheme :
বর্তমানে চাকরির যা অবস্থা তাতে (Yuvashree Apply Online 2024) অনেকেই বিভিন্ন রকম ব্যবসা নিজে থেকে বেছে নিচ্ছে কিন্তু ব্যবসা করতে গেলে লাগে পুঁজি আর এই পুঁজির ব্যবস্থা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। অনেকে এই প্রকল্প সম্বন্ধে শুনেছেন এবং ইচ্ছাও থাকে আবেদন করার কিন্তু আবেদন পদ্ধতি ঠিকমতো না জানার জন্য তারা টাইম মতো আবেদন করতে পারে না।
আবেদন করার আগে মনে রাখতে (Yuvashree Schem Apply Online 2024) হবে এটি কিন্তু সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনি বাড়িতে বসে আবেদন করতে পারেন এর জন্য আপনাকে কোথাও গিয়ে আবেদন করতে হবে না। আবেদন করার জন্য কিছু পদ্ধতি আছে এবং কিছু ডকুমেন্টস লাগবে নিচে তার বিস্তারিত আলোচনা করে দেওয়া হলো।
Yuvashree Scheme-এ আবেদন করতে কী কী নথি লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসাবে – আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / পাসপোর্ট।
২) আবেদনকারীর নাম ও জন্মতারিখের প্রমাণপত্র হিসাবে – মাধ্যমিকের পাস সার্টিফিকেট / এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট হলো আবেদন করা যাবে।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কশীট বা পাস সার্টিফিকেট।
৪) জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) যদি থাকে তাহলে দিতে হবে।
৫) শারীরিক প্রতিবন্ধকতা থাকলে সেই সার্টিফিকেট।
Yuvashree Scheme-এ কারা আবেদন করতে পারেন ?
সেইক্ষেত্রে আমাদের দেশের কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলে একটি সিদ্ধান্ত নিয়েছে, যে দেশের সকল বেকার যুবকদের কে প্রতিমাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। তবে এই টাকাটি নেওয়ার জন্যে সকল যুবকদের কে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। তবে এর পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষথেকে জানিয়েছে যে, স্নাতক, স্নাতকোত্তর ও PhD পাশ করা যত যুবকরা বেকার আছেন তারাও পাবেন এই প্রকল্পের টাকা।
আরও পড়ুন : নিজের বাইক থাকলেই মাসে রোজগার ৩০,০০০! যুক্ত হয়ে যান এই বিশেষ পেশায়
আবেদন কীভাবে করবেন ?
সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল (Yuvashree Apply Online 2024) ওয়েবসাইটে যেতে হবে। ক্লিক করুন https://employmentbankwb.gov.in/ লিঙ্কে। এরপর আপনাদেরকে New Enrollment Job Seeker অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপরে এটি পেজ আসবে সেখানে T&C বক্সে টিক মার্ক দিয়ে Accept & Continue ক্লিক করুন।
তারপরেই দেখতে পারবেন একটি ফর্ম সেখানে আপনাদের নিজেদের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, বৈধ ইমেইল আইডি, ও লাস্টে ফটো আপলোড করে সাবমিট করতে হবে। সমস্ত কিছু যাচাই করে সাবমিট করলে একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবেন সেটিকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে হবে।
পরবর্তী আপডেট আপনার আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন বা ইমেল আইডি (Yuvashree Scheme Apply Online 2024) দিয়েছিলেন সেখানে আপডেট পেয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ হয়েছে কিনা সে কেন আপনারা জানতে পারবেন। এই ভাবেই বাড়িতে বসে আপনি নিজে থেকে এই প্রকল্প আবেদন করতে পারেন না।