বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুখবর। আপনি যদি Fixed Deposit এ বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে চলতি বছরের শেষ সপ্তাহ আপনার জন্য একটি বিনিয়োগ করার ভাল সময় হয়ে উঠবে। বর্তমানে কিছু স্পেশাল এফডি স্কিম চলছে যেগুলোতে আপনি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই সমস্ত স্পেশাল এফডিতে কম সময়ের মেয়াদে উচ্চ সুদের হার দিচ্ছে ব্যাঙ্কগুলি। SBI এবং আরও অনান্য ব্যাঙ্কের কিছু স্পেশাল ফিক্সড ডিপোজিটগুলির (Fixed Deposit) মেয়াদও কম। অর্থাৎ আপনি কম সময়েই ভালো রিটার্ন পাবেন। দেখে নিন বর্তমান সময়ের বেশ কিছু জনপ্রিয় ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম।
IND Super 400 Fixed Deposit স্কিম :
এই বিশেষ ফিক্সড ডিপোজিটে আপনি দুই কোটি টাকার কম আমানত পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ৪০০ দিনের মেয়াদে এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে। ন্যূনতম ১০০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এই প্রকল্পে কলেবল অপশন রয়েছে। অর্থাৎ মেয়াদের আগে গ্রাহক এই ফিক্সড ডিপোজিট থেকে অর্থ তুলতে পারবেন। জানা গিয়েছে, ষাট অনূর্ধ্বরা এই প্রকল্পে পাবেন ৭.২৫ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকদের ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিচ্ছে ৭.৭৫ শতাংশ সুদের হার। সুপার সিনিয়র সিটিজেন তথা অশীতিপর গ্রাহকরা এই প্রকল্পে পাবেন 8 শতাংশ সুদ। এই বিশেষ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমে বিনিয়োগের শেষ তারিখ হলো ৩১ ডিসেম্বর, ২০২৩। আরও জানুন এই লিংকে ক্লিক করে https://indianbank.in/departments/ind-super-400-days/
IND Super 300 Fixed Deposit স্কিম :
ইন্ডিয়ান ব্যাঙ্কের এই ‘IND Suprime 300 Days’ ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে ন্যূনতম ৫০০০ টাকা বিনিয়োগ করতে হবে। দুই কোটি টাকার কম আমানতে গ্রাহকরা বিনিয়োগ করতে পারবেন। ৩০০ দিনের মেয়াদের প্রকল্পটিতে রয়েছে কলেবল অপশন। এই প্রকল্পে ষাট অনূর্ধ্ব এবং প্রবীণরা পাবেন ৭.০৫ এবং ৭.৫৫ শতাংশ সুদের হার। অশীতিপর নাগরিকরা এই প্রকল্পে পাবেন ৭.৮০ শতাংশ সুদ। বিস্তারিত জানুন https://www.indianbank.in/departments/ind-supreme-300-days/ লিংক থেকে।
আরও পড়ুন : শিক্ষিত বেকারদের মাসে ১৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করুন এই প্রকল্পে
SBI অমৃত কলস Fixed Deposit স্কিম :
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম অমৃত কলস। এই প্রকল্পে বিনিয়োগের মেয়াদ ৪০০ দিন। ২০২৩ সালের ১২ এপ্রিল থেকে এই প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে ষাট অনূর্ধ্বরা পাচ্ছেন ৭.১০ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকদের এই প্রকল্পে ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিচ্ছে ৭.৬০ শতাংশ সুদের হার। ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘অমৃত কলস’ প্রকল্পে বিনিয়োগের সুযোগ পাওয়া যাবে। জানা গিয়েছে, অমৃত কলস ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমে গ্রাহকরা ব্যাঙ্কের শাখা থেকে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও INB, YONO Chennels থেকেও বিনিয়োগ করা যাবে। এই প্রকল্পে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আপনি অর্থ তুলে নিতে পারেন। পাশাপাশি, এই বিনিয়োগ করে ঋণের সুবিধাও পেতে পারেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে https://www.sbi.co.in/documents/136/1364568/140223-Amrit+Kalash.pdf
ষাট অনূর্ধ্বদের জন্য Fixed Deposit স্কিমে SBI-র বিশেষ সুবিধা :
বয়স ষাটের নীচে থাকলে সাত থেকে ৪৫ দিনের মেয়াদে এই ব্যাঙ্ক দিচ্ছে ৩ শতাংশ। ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য বিনিয়োগ করলে পাবেন ৪.৫ শতাংশ সুদের হার। ১৮০ থেকে ২১০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিচ্ছে ৫.২৫ শতাংশ সুদ। ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের মেয়াদে পাবেন ৫.৭৫ শতাংশ। এক বছর থেকে দুই বছরের কম সময়ের জন্য বিনিয়োগের ক্ষেত্রে মিলছে ৬.৮ শতাংশ সুদ। দুই বছর থেকে ৩৬ মাসের কম সময়ের জন্য বিনিয়োগে পাবেন ৭ শতাংশ সুদের হার। তিন থেকে দশ বছরের মেয়াদে এই ব্যাঙ্ক দিচ্ছে ৬.৫ শতাংশ সুদ।
IDBI ব্যাঙ্ক অমৃত মহোৎসব Fixed Deposit স্কিম (৪৪৪ Days) :
IDBI ব্যাঙ্ক অমৃত মহোৎসব স্কিমের অধীনে, ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ব্যাঙ্ক নিয়মিত NRE এবং NRO গ্রাহকদের ৭.১৫% সুদ প্রদান করছে। এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬৫% সুদের হার অফার করছে। বিস্তারিত জানুন এই লিংকে ক্লিক করে https://www.idbibank.in/interest-rates.aspx
IDBI ব্যাঙ্ক অমৃত মহোৎসব Fixed Deposit স্কিম (৩৭৫ Days) :
IDBI ব্যাঙ্ক অমৃত মহোৎসব স্কিমের অধীনে, ৩৭৫ দিনের স্থায়ী আমানতের উপর ব্যাঙ্ক নিয়মিত ৭.১০% সুদ দিচ্ছে। এবং এতেও প্রবীণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক ৭.৬৫% সুদের হার অফার করছে।