অন্য বছরের তুলনায় এবছর অনেকটাই দেরিতে এসেছে বর্ষাকাল। কিন্তু অকালে আসা বৃষ্টির আবহাওয়া (Weather Update) যে এমন অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে সেটা ভাবতেও পারেনি কেউ! হিসেবে মত শরৎকাল হলেও আকাশের দিকে তাকালে মনে হবে শ্রাবণ। সকাল থেকে রাত মেঘলা আবহাওয়া সাথে বৃষ্টি। এমনই আবহাওয়া এবার মাটি করতে চলেছে পুজোর মজা। এরকমই খারাপ খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর (Weather Department)।
দক্ষিণবঙ্গ পুজোয় কেমন থাকবে আবহাওয়া? ষষ্ঠী থেকে দশমী কি বৃষ্টির জেরে মাটি হবে প্যান্ডেল হপিং? এবার এই সমস্ত সম্ভাবনা নিয়ে বড় আপডেট মিলল আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। জানা যাচ্ছে, এখন যেমন আবহাওয়া রয়েছে তেমনটাই থাকবে আগামী কিছুদিন। শুধু তিনি, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হয়েছে নিম্নচাপ। যেটা ঘূর্ণাবর্ত বানিয়ে পশ্চিমি উপকুলের দিকেই এগিয়ে আসছে।
আরও পড়ুনঃ বাড়ির সামনে জায়গা থাকলেই মালামাল! শুরু করুন গাড়ি চার্জিংয়ের ব্যবসা, রইল খুঁটিনাটি
আগামী কয়েকদিনযে বৃষ্টির আবহওয়া থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গত ২রা অক্টোবর ছুটির দিনে ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকলেও অনেকেই বেরোতে পারেননি। এবার জানা যাচ্ছে, কলকাতা সহ হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর এই ৯ ;জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে বৃহস্পতিবার থেকে আকাশের কিছুটা উন্নতি হতে পারে। কিন্তু এসবের চিন্তা বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি হওয়ার ভয়। কেন? কারণ নিম্নচাপের ফলে বৃষ্টি হয়ে মাইথন দুর্গাপুর ব্যারেজ সহ একাধিক ব্যারেজে জলের পরিমাণ বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই সেই জল ছাড়া শুরু হয়ে গেছে। একে বৃষ্টি তার ওপর ব্যারেজের জল দুয়ে মিলে পুজোর মুখেই বন্যার পরিস্থিতি তৈরী হতে পারে বাংলায়!
প্রসঙ্গত, সরকারের তরফ থেকে ইতিমধ্যেই হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদীয়া ও পূর্ব বর্ধমানকে সাবধান করে দেওয়া হয়েছে। এই রাজ্যে বন্যা পরিস্থিতি হতে পারে। তাই নিচু এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে নিয়ে যাওয়ার কাজ থেকে ত্রাণের ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই কাজ চলছে।