বর্তমান সময়ে রাজ্য সরকারের যে প্রকল্প গুলি রয়েছে, তার মধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi) হল একটি অন্যতম প্রকল্প। স্বাস্থ্য সাথী প্রকল্প অথবা স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড (Swasthya Sathi Card)। ২০১৬ সালের ৩০ শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করেন। তারপর থেকেই পশ্চিমবঙ্গের আমজনতার কাছে তুমুল জনপ্রিয় এই প্রকল্প।
জনপ্রিয়তার তুঙ্গে Swasthya Sathi Scheme ?
পশ্চিমবঙ্গবাসীকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার জন্য (Swasthya Sathi Scheme) স্বাস্থ্যসাথী কার্ড শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). আবার এই স্বাস্থ্যসাথী কার্ড এর ফর্ম ফিলাপ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গবাসীরা অনলাইন এবং অফলাইন দুই ভাবে এই ফর্ম ফিলাপ করতে পারবে। যে সমস্ত ব্যক্তিদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের পাঁচ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। আর এই টাকায় সরকারি এবং বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবে পশ্চিমবঙ্গের আপামর মানুষ।
অনলাইনে Swasthya Sathi Scheme-এ নাম নথিভুক্ত করবেন কীভাবে ?
১) অনলাইনে আবেদনের জন্য সবার প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথী কার্ডের সরকারি ওয়েবসাইটে যেতে হবে, http://www.swasthyasathi.gov.in ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি পৌঁছে যেতে পারেন।
২) এই ওয়েবসাইটে আসার পর উপরে মেনুতে “Apply Online” সেক্সানে গিয়ে “Online Application for Swasthya Sathi Card” এই অপ্সেনে ক্লিক করুন। অথবা নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদনের পেজে পৌঁছে যাবেন।
৩) এখানে আপনাকে আপমার রেজিস্টার মোবাইল নাম্বার এবং OTP দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর Swasthya Sathi Form-B অনলাইন খুলবে।
৪) স্বাস্থ্য সাথী কার্ডের আবেদনের জন্য সামে “Swasthya Sathi Form-B” খুলে যাবে, এই ফর্মটি সম্পূর্ণ ভাবে ভালো করে ভরতে হবে।
সব কিছু সঠিক করে ভরে নেবার পরে ভালো করে চেক করে নেবেন তারপর আপনার ফর্মটি “Submit” বটনে ক্লিক করে জমা করে দিন।
আরও পড়ুন : ভুলে যান সরকারি অফিসের লাইন! এবার অনলাইনে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পান বাড়ি বসেই
Swasthya Sathi-তে অফলাইন মাধ্যমে আবেদন করবেন কীভাবে ?
অফলাইনে আবেদনের জন্য নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) যেতে হবে। ওই দুয়ারে সরকার ক্যাম্প থেকে Swasthya Sathi Card এর জন্য আবেদন পত্র নিয়ে এসে সে গুলি সঠিকভাবে পূরণ করে ডকুমেন্টস এর সহিত জমা দিলেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়ে যাবে। স্বাস্থ্যসাথী এর জন্য ফর্ম ফিলাপ করতে কি কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter Card), রেশন কার্ড (Ration Card) এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট যদি কোনো ডকুমেন্টস না থাকে।
Swasthya Sathi Card ফর্ম ফিলাপ – স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন পত্রটি প্রথমে ভালো করে পড়বেন। এরপর দেখুন কোথায় কি লিখতে হবে। ওই ফর্মটির বাঁদিকে আবেদনকারীর জেলা, ব্লক, মিউনিসিপালিটি, গ্রাম পঞ্চায়েত, গ্রাম, ওয়ার্ড ও সম্পূর্ণ ঠিকানা নির্ভুল ভাবে লিখবেন। ফর্ম ফিলাপ হয়ে গেলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্মটি ডকুমেন্ট সমেত জমা দিয়ে আসতে হবে।
ফর্ম জমা দেওয়া হয়ে গেলে স্বাস্থ্যসাথী কার্ড এর স্ট্যাটাস চেক (Swasthya Sathi Card Status Check) করার জন্য প্রথমে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবেSathi Schemeেবসাইটে গিয়ে Online Apply এ ক্লিক করার পর Check Your Online Application Status এ ক্লিক করে Status চেক করে নেবেন। আর এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই কাজটি সম্পন্ন করে নিতে পারবেন।
কীভাবে পাবেন ৫ লক্ষ টাকা ?
স্বাস্থ্য সাথী কার্ড হয়ে গেলে, পরিবারের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। আর এতে মাসে মাসে যেমন টাকা পাবেন, তেমনিই ৫ লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে চিকিৎসার খরচ পাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য ক্লিক করুন https://socialsecurity.wb.gov.in/login লিঙ্কে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিস্তারিত জানতে https://toonbangla.com/those-will-not-get-lakshmir-bhandar-scheme/ লিঙ্ক থেকে জেনে নিন।