ভারতের কৃষকদের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কার্যকর করা হয়েছিল। ইতিমধ্যেই কৃষকরা এই যোজনার অধীনে ১৩ টি ইনস্টলমেন্টের টাকা পেয়ে গিয়েছেন এবং আগামী দিনে প্রধানমন্ত্রী যোজনা অধীনে কবে ১৪ তম ইনস্ট্রামেন্টের টাকা পাওয়া যাবে তার জন্য অপেক্ষায় দিন গুনছেন। আর এমতাবস্থায় কিছুদিন পূর্বেই কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পি এম কিষাণ যোজনার আওতাধীন কৃষকদের জন্য ১৪ তম ইনস্টলমেন্টের অনুদান প্রদানের তারিখ ঘোষণা করা হয়েছিল, তবে এবারের সেই ঘোষণায় পরিবর্তন আনা হল। আর কেন্দ্রীয় সরকারের তরফে পি এম কিষাণ যোজনা সংক্রান্ত এই বিশেষ আপডেট প্রকাশ্যে আনায় আগামী দিনে কবে পি এম কিষাণ যোজনার আওতায় ১৪ তম ইনস্টলমেন্টের টাকা মিলবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছেন এই যোজনার আওতাধীন কৃষকরা। আর তাতেই আজকের এই বিশেষ পোস্টে আমরা পি এম কিষাণ যোজনার ১৪ তম ইনস্টলমেন্টের টাকা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।
কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছিল যে, এই চলতি মাসের অর্থাৎ জুলাই মাসের ২৮ তারিখ সমগ্র ভারতের কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় ১৪ তম কিস্তির অনুদান প্রদান করা হবে। কিন্তু যে সভার মাধ্যমে পি এম কিষাণের আওতাভুক্ত কৃষকদের এই যোজনার অধীনে ১৪ তম ইনস্টলমেন্টের অনুদান প্রদানের বিষয়টি নির্ধারণ করা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তার খাতিরে সেই সভায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারছেন না। আর তাই ২৮ শে জুলাই তারিখে পি এম কিষাণ যোজনার আওতায় ১৪ তম ইনস্টলমেন্টের অনুদান প্রদান করা সম্ভব হচ্ছে না।, এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে। তবে এই খবর শুনে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত এক নতুন নির্দেশিকা মারফত আরও জানা গিয়েছে যে, চলতি মাসের ২৮ তারিখ অর্থাৎ ২৮ শে জুলাই ২০৩০ -এর আগেই কৃষকরাপি এম কিষাণ যোজনার আওতায় ১৪ তম ইনস্টলমেন্টের টাকা পেয়ে যাবেন।
আরও পড়ুন:- এবার জমির সঙ্গে যুক্ত করতে হবে আধার কার্ড, বিস্তারিত জেনে নিন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি -এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জারি করা এক টুইটের মাধ্যমে সমগ্র দেশের কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী ২৮ শে জুলাইয়ের পরিবর্তে ২৭ শে জুলাই ২০২৩ তারিখে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৪ তম কিস্তির টাকা পেয়ে যাবেন। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, রাজস্থানের সিকরে অনুষ্ঠিত এক বিশেষ সভার মাধ্যমে ২৭ শে জুলাই ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় ৮.০৫ কোটিরও অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষাণ যোজনার টাকা ট্রান্সফার করবেন। তবে শুধুমাত্র অফিসিয়াল টুইটের মাধ্যমে নয়, PM EVENTS -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmevents.ncog.gov.in/ -এর মাধ্যমেও সমগ্র দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সংক্রান্ত বিশেষ আপডেট সম্পর্কে জানানো হয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সংক্রান্ত এই বিশেষ তথ্য প্রকাশে আনায় এই যোজনার আওতাভুক্ত কৃষকরা রীতিমতো খুশির জোয়ারে গা ভাসিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানত সমগ্র দেশের দরিদ্র কৃষকদের সহায়তা করার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পি এম কিষাণ যোজনা কার্যকর করা হয়েছে। এই যোজনার আওতাভুক্ত কৃষকরা প্রত্যেক বছরে ৩ টি কিস্তির মাধ্যমে মোট ৬০০০ টাকার অনুদান পেয়ে থাকে। ইতিমধ্যেই ভারতের প্রায় ৮.০৫ কোটিরও অধিক কৃষক এই যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং আগামী দিনে বহু কৃষক এই যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করবেন বলেই মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের তরফে।