এলপিজি গ্যাসের ওপর নির্ভর করে রয়েছে গোটা ভারতের সাধারণ মানুষ। এবার আগামী মাস থেকে সেই গ্যাসের নতুন নিয়ম চালু হল বলে। অক্টোবর মাস থেকেই দেশের মানুষের নিত্যপ্রয়োজনীয় বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মূলত এই নিয়ম পরিবর্তনের সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে।
শুধুমাত্র রান্নার গ্যাসই নয়, বিভিন্ন জিনিসের পরিবর্তন আসতে চলেছে ১লা অক্টোবর থেকে। যা সাধারণ মানুষের সুবিধার জন্যেই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। রান্নার গ্যাসের পাশাপাশি পরিবর্তন ঘটতে চলেছে ২০০০ টাকার নোট (2000 Rupees Note), আধার কার্ড (Aadhaar Card) কিংবা বিমান পরিষেবার ক্ষেত্রেও।
আধার কার্ডের লিঙ্ক (Aadhaar Card Link) : আজকাল আধার কার্ড প্রচন্ড পরিমানে প্রয়োজনীয় হয়ে উঠেছে। PPF, SSY, পোস্ট অফিস স্কিম (Post Office Scheme) ইত্যাদি সবক্ষত্রেই আধার কার্ড আবশ্যিক। যার জন্যে আধার কার্ড লিংক করানো এক গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। অক্টোবর মানেই উৎসবের মরশুম। কিন্তু এই ব্যস্ততার মধ্যেই কিন্তু আপনাদের লিংক এখনো করানো না হয়ে থাকলে অবশ্যই করিয়ে নিন ৩০ সেপ্টেম্বরের মধ্যেই।
আরও পড়ুনঃ অবিশ্বাস্য অফার, FD তে ১০% এরও বেশি সুদ দিচ্ছে চার ব্যাঙ্ক! জলদি লাভ ওঠান
২০০০ টাকার নোট লেনদেন বন্ধ : যদি আপনার কাছে অক্টোবর মাসেও ২০০০ টাকার নোট থেকে থাকে তাহলে অতি শীঘ্রই ৩০ সেপ্টেম্বরের মধ্যেই তাকে দ্রুত ব্যাঙ্কে গিয়ে ফেরত দিয়ে আসুন। কারণ RBI (Reserve Bank Of India) থেকে কিছু মাস আগেই ২০০০ টাকার নোট ছাপা করা বন্ধ হয়ে গিয়েছে এবংঅক্টোবর মাস থেকে ২০০০ টাকার নোট আর বাজারে চলবে না।
বিমান পরিষেবার নিয়মে বদল : যদি কোন ব্যক্তি অক্টোবর মাসে বিদেশ ভ্রমণে যান তাহলে সেক্ষেত্রে ৭ লক্ষ টাকা পর্যন্ত ট্যুর প্যাকেজের জন্য ৫ শতাংশ TCS দিতে হবে তাঁকে। শুধু তাই নয়, ৭ লক্ষ টাকার উপরে ট্যুর প্যাকেজের জন্য ২০ শতাংশ TCS ও দিতে হবে।
এছাড়া রান্নার গ্যাসের ক্ষেত্রও নয়া নিয়ম তৈরি হয়েছে। ঘরোয়া সিলিন্ডারের একটি সংযোগে বছরে সর্বোচ্চ ১৫ এবং মাসে দুটি করেই গ্যাস সিলিন্ডার বুক করা যাবে। ঘরোয়া সিলিন্ডারের অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কিন্তু এতে করে রান্নার গ্যাস ও পেট্রলের দাম বৃদ্ধি ঘটবে।