রান্নার গ্যাস ডেলিভারি (LPG Gas Delivery) নিয়ে এক উঠে এলো খুশির খবর। এখন দেশের প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার এর কানেকশন রয়েছে। গ্যাস ছাড়া বর্তমানে প্রায় প্রতিটি মানুষই অসহায়। এখন প্রায় বেশিরভাগ গ্রামের মহিলারা ও উননের পরিবর্তে গ্যাস সিলিন্ডারে রান্না করছে। কিন্তু বর্তমানে গ্যাস এর দাম যত বেশি তার উপর ডেলিভারি দিতে যারা আসে তদের চার্জ দিতে হিমসিম খেতে হচ্ছে সাধারন মানুষদের।
LPG Gas Delivery চার্জ নিয়ে বড় ঘোষণা :
গ্যাসের ডেলিভারিতে এবার আকর্ষণীয় ঘোষণা করলেন গ্যাস ডিলাররা। এবার থেকে এলপিজি সিলিন্ডারগুলি গ্যাস এজেন্সির পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা বাড়িগুলিতে সরবরাহের জন্য গ্রাহকদের কোনও ডেলিভারি চার্জ দিতে হবে না। এই সিদ্ধান্তের ফলে গ্যাস এজেন্সি গুলোর গ্রাহকদের কাছে (LPG Gas Delivery) চার্জ হিসেবে যে টাকা চাওয়ার বাজে অভ্যেস আছে তা বন্ধ হবে আশা করা যাচ্ছে।
আর লাগবে না বেশি চার্জ :
এই নিয়ম অনুযায়ী, ৫ থেকে ১০ কিলোমিটার দুরত্বের মধ্যে ডেলিভারির (LPG Gas Delivery) জন্য গ্রাহকদের ২০ টাকা, ১০-১৫ কিলোমিটার দূরত্বের জন্য ৩৫ টাকা, ১৫-২০ কিলোমিটারের জন্য ৪৫ টাকা এবং ২০ কিলোমিটারের বেশি দূরত্বে গ্যাস ডেলিভারির (LPG Gas Delivery) জন্য গ্রাহকদের ৬০ টাকা করে ডেলিভারি চার্জ দিতে হয়। যদি কোনো এজেন্সি এর চেয়ে বেশি টাকা দাবি করে, তবে তাদের বিরুদ্ধে গ্রাহকরা তালুক সাপ্লাই অফিসারের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। এরই সাথে, যদি গ্রাহকের মনে এলপিজি ভরা সিলিন্ডারের ওজন সম্পর্কিত কোনও অনিশ্চয়তা থাকে তবে সরবরাহকারীকে গ্রাহকের অনুরোধে এটি ওজন করে দেখিয়ে দিতে হবে।
আরও পড়ুন : তরুণদের জন্য চাকরির বিরাট সুযোগ! একাধিক কোর্স চালু করছে রাজ্য! আবেদন করুন এখুনি
ওজন নিয়ে নিশ্চয়তা :
এর সাথে গ্যাস সিলিন্ডারের ওজন সম্মন্ধে যদি কোনো অসুবিধা থাকে তাহলে সরবরাহকারীকে গ্রাহকের অনুরোধে এটি ওজন করে দেখিয়ে দিতে হবে। সম্প্রতি আবাসিক সমিতি এবং ভোক্তা সংস্থার প্রতিনিধিরা গ্যাস ডেলিভারি (LPG Gas Delivery) ও গ্যাস এর ওজন নিয়ে অভিযোগ তুলেছেন। এই অভিযোগ আসার পরই খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী জি আর অনিল গত বছরের বিধানসভা অধিবেসনে বলেছেন।
৫ কিমির মধ্যে লাগবে না চার্জ :
কোনও গ্রাহককে ডেলিভারি (LPG Gas Delivery) ব্যক্তিকে অতিরিক্ত কোন টাকা দেওয়ার দরকার নেই যদি এজেন্সির দূরত্ব গ্রাহকের বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকে। তবে এজেন্সি গুলো এখনও গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে থাকে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কেরলের কোঝিকোড়ের জেলা কালেক্টর স্নেহিল কুমার সিং আইএএস কালেক্টরেট কনফারেন্স হলে অনুষ্ঠিত এলপিজি উন্মুক্ত ফোরামে দায়ের করা অভিযোগ গুলি বিবেচনা করে বলেন।
কোন দূরত্বের জন্য কত টাকা ডেলিভারি চার্জ (LPG Gas Delivery) দিতে হবে গ্রাহকদের। তিনি আর নির্দেশ দেন যদি কোনো এজেন্সি স্ট্যান্ডার্ড রেট এর থেকে বেশি টাকা Charge করে তাহলে এই এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাই এবার গ্যাস এজেন্সি গুলো সাবধান হয়ে যান। কিন্তু এই নিয়ম এখনো পর্যন্ত কেরল (Kerala) রাজ্যের জন্য। বাকি সকল রাজ্যে এই নিয়ে কোন ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়নি।