আপনিও কি নিজের সারাজীবনের উপার্জনকে ভবিষ্যতের জন্য তুলে রাখতে ফিক্সড ডিপোজিটকে (Fixed Deposite) বেছে নিতে চান? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যে। বাজারে প্রচুর অন্যান্য প্রক্রিয়া থাকলেও সাধারণ মানুষ ঝুঁকিহীন FD কেই বেশি ভরসা করে থাকেন। সবচেয়ে বড়ো কথা ফিক্সড ডিপোজিট (এফডি)-এ বিনিয়োগ করে আপনি খুব সহজে নিশ্চিত এবং ভালো টাকা রিটার্ন (Interest Rate) পেতে পারেন।
রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) মুদ্রানীতিতে পলিসি ইন্টারেস্ট রেট বা চলতি কথায় যাকে বলে রেপো রেট অপরিবর্তিত রাখায়, অনেক ব্যাঙ্ক তাদের এফডিতে উচ্চতর রিটার্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন এমন কিছু ব্যাঙ্ক এবং তাদের স্কিমের কথা বলব যেখানে আপনি ১ বছরের FD তে ৮.২% পর্যন্ত রিটার্ন পেতে পারেন।
ব্যাঙ্কের নিরিখে আকর্ষণীয় সুদের হার দিচ্ছে এনবিএফসি বা নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো। সেগুলি হল হকিন্স কুকার লিমিটেড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, শ্রীরাম সিটি ইউনিয়ন ফিনান্স, কেটিডিএফসি লিমিটেড।
আরও পড়ুনঃ অক্টোবরে মোট ১৮ দিন বন্ধ ব্যাঙ্ক, কাজ মেটাতে গিয়ে না পড়তে হয় বিপদে, দেখে নিন ছুটির তালিকা
এই নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ১০ শতাংশ অবধি সুদের হার দিচ্ছে। যেমন হকিন্স কুকার ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার মিলছে ১১.৩০%-এ। সেখানে ন্যূনতম বিনিয়োগ করত হবে ২৫০০০ টাকা ও ন্যূনতম বিনিয়োগের সময় ৩ বছর।
অন্যদিকে কেটিডিএফসি ফিক্সড ডিপোজিট স্কিমে বয়স্কদের জন্য সুদের হার ১০.১৭%। এই স্কিমে ন্যূনতম বিনিয়োগ রাশি হল ৫০০০ টাকা এবং ন্যূনতম বিনিয়োগ কাল ৫ বছর। শ্রীরাম সিটি ইউনিয়ন ফিনান্সের কিউমিউলেটিভ ডিপোজিটে সুদের হার ১০.৪২% ও প্রবীণ নাগরিকদের জন্য ১০.৭৭%। এখানে ন্যূনতম বিনিয়োগ রাশি ৫০০০ টাকা এবং ন্যূনতম বিনিয়োগ কাল ৫ বছর।
আবার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সমৃদ্ধি কিউমিউলেটিভ স্কিমে সুদের হার সর্বোচ্চ ১০.০৭%। তবে প্রবীণদের জন্য সর্বোচ্চ সুদের হার ১০.৩২%। যেখানে আপনাকে ন্যূনতম বিনিয়োগ করতে হবে ৫০০০ টাকা ও ন্যূনতম বিনিয়োগ কাল ৫ বছর।