দেখতে দেখতে দুর্গাপুজো প্রায় চলেই এসেছে। পুজোর আগের কেনাকাটা কমবেশি শুরু করে ফেলেছেন অনেকেই। কিন্তু পুজোর খুশির মাঝেই রাজ্য সরকারের ঘোষণায় রীতিমত চিন্তা বেড়ে গেল সাধারণ মানুষের। অনেকেই আশায় ছিলেন পুজোর মাসে হয়তো কমে যাবে বিদ্যুতের দাম (Electricity Bill)। এতে করে অনেকটা স্বস্তি পাওয়া যাবে। কিন্তু আদতে হতে পারে তার উল্টো। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত মাথায় হাত পড়েছে সকলের।
সবেমাত্র গরম কাল শেষের দিকে। গরমকালে সারাক্ষণ পাখা তো চলছেই সাথে এসি ও ফ্রিজের ব্যবহারও অনেকটাই বেড়ে যায়। তাই এমনিতেই কারেন্টের বিল বছরের এই সময় বেশি আসে। তাছাড়া পুজোর সময় অতিরিক্ত আলো দিয়ে ঘর সহজ হয় তাই একটু বেশি বিল হয়। কিন্তু এবার বিদ্যুতের দাম ৫-৭% বাড়ছে শুনেই চিন্তার ভ্রূকুটি দেখে গিয়েছে অনেকেরই কপালে।
আরও পড়ুনঃ ১০০ টাকার তেলেই ষষ্ঠী টু দশমী! রইল লম্বা মাইলেজের সেরা ৫ স্কুটারের তালিকা
অবশ্য পশ্চিমবঙ্গবাসীর এতে চিন্তার কোনো কারণ নেই। কেন? কারণ বাংলায় বাড়ছে না বিদ্যুতের দাম। যেমনটা জানা যাচ্ছে ত্রিপুরাতে বিদ্যুতের দাম বাড়তে চলেছে। ত্রিপুরার বিদ্যুৎ বিপননণ সংস্থা ত্রিপুরা স্টেট্ পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা (TSECL) এর তরফ থেকে দাম বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। যেটা আগামী ১লা অক্টবর থেকেই কার্যকর করা হবে।
এর পিছনে কারণ হিসাবে জানা যাচ্ছে বিগত কয়েক বছররে কয়েকশো কোটি টাকা লোকসান হয়েছে কোম্পানির। চলতি বছরেও শুরুর তিন মাসেই ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। তাছাড়া মূল্যবৃদ্ধির সাথে সব কিছুর দামই বেড়ে গিয়েছে। কিন্তু বিদ্যুতের দাম বাড়েনি। বিদ্যুৎ উৎপাদনের জন্য কোম্পানির আগে ১৫ কোটি খরচ ছিল কিন্তু এখন সেটা বেড়ে ৩৫-৪০ কোটি হলেও দাম বাড়েনি বিদ্যুতের তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।