দেশজুড়ে আবার ভোটের হাওয়া বইতে চলেছে। শিগগিরই দেশের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে যাচ্ছে—এমনই ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের তরফে জানা গিয়েছে, আগামী ১১ ই নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, আর ফল প্রকাশ পাবে ১৪ নভেম্বর। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে কোন রাজ্যে, কোন আসনে ভাগ্য পরীক্ষা দেবেন প্রার্থীরা। তাহলে আসুন জেনে নেওয়া যাক-
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, উপনির্বাচন হবে ওড়িশার নুয়াপদা, পাঞ্জাবের তরণ তারণ, রাজস্থানের আন্তা, এবং জম্মু ও কাশ্মীরের দুই আসনে—নাগোরটা ও বদগাঁও।
নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ২০ অক্টোবর, আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৪ অক্টোবর। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিবারের মতো এবারও ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করা হবে, আর ভোটারদের নির্বাচনী ফটো আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
প্রতিটি আসনেই ভোটের পটভূমি আলাদা। ওড়িশা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের একটি আসনে উপনির্বাচন হচ্ছে প্রয়াত বিধায়কদের আসন শূন্য হওয়ার কারণে। রাজস্থানের আন্তা আসন খালি হয়েছে এক বিধায়কের ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে পদচ্যুতি ঘটায়। অন্যদিকে, বদগাঁওয়ের ক্ষেত্রটি আরও অনন্য—বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজ্যের অন্য একটি আসন থেকে নির্বাচিত হওয়ায় এই আসনটি শূন্য হয়েছে।
কমিশন জানিয়েছে, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সব রাজ্যেই প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি নিতে। ফলে, নভেম্বরের মাঝামাঝি আবারও দেশের গণতান্ত্রিক উত্তাপ ফেরাতে চলেছে পাঁচ রাজ্যের ভোটযুদ্ধ। তাই সব দিক থেকেই এটি হতে চলেছে এক আধুনিক প্রযুক্তিনির্ভর, নিয়মতান্ত্রিক উপনির্বাচন।