দুর্গাপুজোর (Durga Pujo) জনসমাগমকে মাথায় রেখে যাত্রীসুবিধা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। প্রতিবছরের মতো এবারও শিয়ালদহ ও আশপাশের রুটে রাতভর চলবে লোকাল ট্রেন, যাতে প্যান্ডেল হপিং শেষে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, পঞ্চমী থেকে দশমী অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে। মোট ৩১টি অতিরিক্ত লোকাল চালানো হবে, যার মধ্যে উত্তর শাখায় ১৯টি এবং দক্ষিণ শাখায় চলবে ১২টি বিশেষ ট্রেন।
বিশেষ লোকালের ব্যবস্থা
রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ উত্তর শাখায় একাধিক রুটে রাতভর লোকালের ব্যবস্থা করা হয়েছে। রানাঘাট-শিয়ালদহ লাইনে থাকছে ৬টি ট্রেন, যা চালু থাকবে রাত ৯টা ৪০ মিনিট থেকে ভোর ৩টা ১০ মিনিট পর্যন্ত। কল্যাণী রুটে মিলবে ৪টি বিশেষ ট্রেন, যার সময় রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ২টা ৫৫ মিনিট। এছাড়া কৃষ্ণনগর ও নৈহাটি হয়ে চলাচল করবে আরও ৫টি ট্রেন, রাত ১১টা ৪৫ মিনিট থেকে ভোর ৪টা ৫৫ মিনিট পর্যন্ত। একইভাবে বনগাঁ-বারাসত-শিয়ালদহ লাইনে থাকছে ৪টি ট্রেন, যা চলবে রাত ১০টা ২০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
দক্ষিণ শাখাতেও মিলবে বাড়তি সুবিধা। শিয়ালদহ থেকে বারুইপুর রুটে ৬টি এবং বজবজ লাইনে ৬টি বিশেষ লোকাল চলবে গভীর রাত অবধি।
যাত্রী সুরক্ষায় বাড়তি কড়াকড়ি
শুধু ট্রেন পরিষেবাই নয়, যাত্রী সুরক্ষায়ও নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা। পঞ্চমী থেকে ষষ্ঠী পর্যন্ত শিয়ালদহ ও হাওড়া স্টেশনে মোতায়েন থাকবে বাড়তি আরপিএফ বাহিনী, যার মধ্যে প্রায় ৫০০ জন থাকবেন মহিলা কর্মী। বড় বড় পুজো মণ্ডপের আশপাশে থাকবে বিশেষ নজরদারি এবং স্টেশন চত্বরে চালু করা হচ্ছে অস্থায়ী কন্ট্রোল রুম। নজরদারিতে যোগ হবে ড্রোন ক্যামেরা, ইতিমধ্যেই বসানো হয়েছে ৬,৫০০-রও বেশি সিসিটিভি, যেগুলি ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।
অতিরিক্ত সুবিধা
ভিড় সামলাতে শিয়ালদহ ও দমদমে খোলা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার। বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য থাকবে আলাদা কাউন্টারও। এছাড়া দ্রুত টিকিট কেটে ওঠার সুবিধার জন্য চালু হচ্ছে কিউআর কোড টিকিটিং ব্যবস্থা।
পূর্ব রেলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, যাত্রীরা যেন কাছাকাছি স্টেশন থেকে বৈধ টিকিট কেটে যাতায়াত করেন। তাহলেই দুর্গাপুজোর দিনগুলিতে ভ্রমণ হবে নিরাপদ, স্বচ্ছন্দ ও ঝামেলাহীন।