বরেলির শান্ত সিভিল লাইনস হঠাৎই আতঙ্কে ভরে উঠল গুলির শব্দে। গভীর রাতের নির্জনতা ভেদ করে একের পর এক রাউন্ড ফায়ার, টার্গেট হিসেবে সামনে এল বলিউড অভিনেত্রী দিশা পাটানির শৈশবের বাড়ি। শুক্রবার রাত দেড়টা নাগাদ টানা গুলি, তার পর ভোর সাড়ে চারটায় ফের দুটি শব্দ—যেন ইচ্ছে করেই আতঙ্ক ছড়িয়ে দেওয়া হল গোটা এলাকায়। সৌভাগ্যক্রমে হতাহতের খবর নেই, কিন্তু পাটানি পরিবারসহ প্রতিবেশীদের চোখে ঘুম নেই।
দিশার বাবা জগদীশ পাটানি এই ঘটনার পরই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বরেলি পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয়। ইতিমধ্যে এফআইআর করার প্রক্রিয়া শুরু হয়েছে। দোষীদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে পাঁচটি বিশেষ টিম, যারা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বার্তার উৎস থেকে শুরু করে অপরাধীদের গতিবিধি সবকিছু খতিয়ে দেখছে।
তবে এই রহস্যময় ঘটনার দায় নিয়েছে কুখ্যাত রোহিত গোদারা–গোল্ডি ব্রারের গ্যাং। হিন্দি ভাষায় লেখা একটি পোস্টে প্রকাশ্যে ঘোষণাও করা হয়েছে। পোস্টটিতে দাবি করা হয়, দিশা এবং তাঁর দিদি খুশবু সন্ন্যাসীদের অপমান করেছেন, যা ধর্মকে অমর্যাদা করার শামিল। সতর্কবার্তা দিয়ে ওই পোস্টে আরও লেখা হয়, “এটি কেবল শুরু, পরের বার কেউ বাঁচবে না।” ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি সরাসরি হুমকি ছুড়ে দেওয়া হয়, যা বলিউডের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি করেছে।
পুলিশের ধারণা, সম্প্রতি লিভ-ইন সম্পর্ক নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরেই এই হুমকি আরও তীব্র হয়েছে। সেই সময়ে প্রকাশ্যে প্রতিবাদ জানান দিশার দিদি খুশবু, যিনি সরাসরি সেই বক্তব্যের বিরোধিতা করেছিলেন। তদন্তকারীদের মতে, এই কারণেই তাঁদের পরিবারকে নিশানা করা হয়েছে।
সব মিলিয়ে বড় তারকার বাড়িতে প্রকাশ্যে এভাবে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে বলিউড এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে। দিশা পাটানি বর্তমানে মুম্বইয়ে কাজের ব্যস্ততায় থাকলেও, বরেলির বাড়িকে ঘিরে আতঙ্ক ঘনীভূত হচ্ছে। ধর্ম, রাজনীতি আর গ্যাংস্টারদের জটিল সমীকরণের মাঝে বলিউড এখন নতুন এক অনিশ্চয়তার মুখোমুখি।