নতুন অর্থবর্ষের শুরুতেই কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশেষ নির্দেশিকা মারফত জানানো হয়েছিল যে, ৩০ শে জুন ২০২৩ তারিখ পর্যন্ত আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার শেষ সময়সীমা রয়েছে। যে সমস্ত নাগরিকরা এই সময়ের মধ্যেও আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করবেন না তাদের যথেষ্ট ভুক্তভোগী হতে হবে। আর যে সমস্ত ব্যক্তিরা ৩০ শে জুনের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের জন্য ১ লা জুলাই থেকেই নতুন নিয়ম লাগু করা শুরু হয়েছে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করেননি তারা আগামী দিনে কতগুলি বিশেষ পরিষেবা থেকে বঞ্চিত হতে চলেছেন, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে।
আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করলে কি কি পরিষেবা থেকে বঞ্চিত হতে হবেন?
১. যে সমস্ত ব্যক্তিরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান কার্ড লিঙ্ক করেননি তারা সমগ্র ভারতের যেকোনো ব্যাংকের অধীনে সাধারণ সেভিংস একাউন্ট এবং ফিক্সড ডিপোজিট ছাড়া অন্য কোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অর্থাৎ প্যান ও আধার লিংক না করা হলে ব্যাংকিং -এর ক্ষেত্রেও বেশ সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ নাগরিকদের।
২. যেকোনো ডিপোজিট কিংবা সিকিউরিটির যে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে তা ওপেন করা সম্ভব হবে না।
৩. যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত আধার এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তারা হোটেলে, রেস্টুরেন্টে কিংবা অন্য যেকোনো ক্ষেত্রে কেনাকাটার জন্য একেবারে ৫০ হাজার টাকার বেশি বিল মেটাতে পারবেন না।
৪. যে সমস্ত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হবে। এইসকল ব্যক্তিরা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় ৫০ হাজার টাকার বেশি অর্থ দিতে পারবেন না।
৫. আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করা থাকলে এক অর্থবর্ষে নগদ টাকা অথবা ব্যাংক ড্রাফট কিংবা পে অর্ডারের মাধ্যমে ৫০ হাজার টাকার বেশি অংকের অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে না।
আরও পড়ুন:- গরমে বিশাল পরিমাণে ইলেকট্রিক বিল আসছে! কিভাবে বিল কম আনবেন? জেনে নিন কিছু পদ্ধতি।
৬. আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করা হলে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড -এর জন্যও আবেদন জানানো সম্ভব নয়।
৭. আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করা হলে যেকোনো ধরনের ব্যাংকে একেবারে ৫০ হাজার টাকার বেশি এবং এক অর্থবর্ষে ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করা সম্ভব নয়।
৮. যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করেননি তারা তালিকাভুক্ত যেকোনো কোম্পানির শেয়ার কেনাবেচার ক্ষেত্রে ১ লক্ষ টাকার বেশি অর্থের লেনদেন করতে পারবেন না।
৯. আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা না থাকলে যেকোনো ধরনের সিকিউরিটি বিক্রির জন্য ১ লক্ষ টাকার বেশি লেনদেন করা সম্ভব হবে না।
১০. যেকোনো কোম্পানির বন্ড কিংবা ডিবেঞ্চার কেনার ক্ষেত্রে ও আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা আবশ্যক। যারা এখনো পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করেননি তারা কোনভাবে ৫০ হাজার টাকার বেশি মূল্যের অর্থ বিনিয়োগ করে কোন কোম্পানির বন্ড কিংবা ডিবেঞ্চার কিনতে পারবেন না।
১১. যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করেননি তারা মিউচুয়াল ফান্ডে ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ করতে পারবেন না। এক্ষেত্রে ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের জন্যও প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক।
১২. যে সকল ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করেননি তারা ৫০ হাজার টাকার বেশি অর্থ দিয়ে জীবন বীমার প্রিমিয়ামও কিনতে পারবেন না।
১৩. আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা না হলে যেকোনো ব্যাংকিং কোম্পানি কিংবা কো-অপারেটিভ ব্যাংকের অধীনেও একদিনে ৫০,০০০ টাকার বেশি বিনিয়োগ করা সম্ভব হবে না।
১৪. আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করা না থাকলে ৫০ হাজার টাকার বেশি অর্থ দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বন্ডও কেনা সম্ভব হবে না।
১৫. যেকোনো পরিস্থিতিতে নগদ অর্থে, ড্রাফট পে কিংবা চেকের মাধ্যমেও একদিনে ব্যাংক ৫০ হাজার টাকার বেশি আমানতের অর্থ উইথড্র করতে দেবে না।