বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল নিয়ে বড়সড় আলোচনার মাঝে এবার উঠে এসেছে তার নাম বাদ পড়ার খবর। প্রথম ছবিতে তার পর্দার উপস্থিতি ছিল দর্শকদের কাছে অন্যতম আকর্ষণ, কিন্তু সিকুয়েল তৈরির প্রস্তুতিতে হঠাৎই পাল্টে গেল সমীকরণ। কী কারণে এই পরিবর্তন ঘটলো, তা ঘিরেই বাড়ছে কৌতূহল।
আলোচনার সূচনা
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, সিকুয়েলের কাজ শুরুর আগে প্রায় তিন সপ্তাহ ধরে প্রস্তুতিও করেছিলেন দীপিকা। এমনকি কিছু প্রাথমিক শুটও সম্পন্ন হয়। কিন্তু চুক্তি এগোবার পথে একের পর এক জটিলতা তৈরি হতে শুরু করে।
দাবি আর শর্ত
খবর, অভিনেত্রী নিজের পারিশ্রমিক বাড়ানোর অনুরোধ জানান। দাবি ছিল প্রায় ২৫ শতাংশ বাড়তি সম্মানীর। শুধু তাই নয়, প্রতিদিন সর্বোচ্চ সাত থেকে আট ঘণ্টার বেশি শুটিং না করার শর্তও তিনি দেন। অন্যদিকে, তার ভ্যানিটি ভ্যান, সহকারীদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে আরামদায়ক পরিবেশ—সব দিকেই প্রযোজকেরা এগিয়ে আসেন। তবুও সমাধান মেলেনি।
মতের অমিল
একাধিক বৈঠকের পরও দু’পক্ষের মধ্যে ঐক্যমত গড়ে ওঠেনি। শোনা যাচ্ছে, অভিনেত্রীর টিমের আচরণও প্রযোজনা সংস্থার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ফলে দীর্ঘ আলোচনার পর শেষমেশ নির্মাতারা কঠিন সিদ্ধান্ত নেন। তবে এটাই প্রথম নয় দীপিকার জন্য এর আগেও সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকেও তাকে বাদ দেওয়া হয়েছিল।
অন্য প্রকল্পে দীপিকা
এদিকে একই সময়ে অন্য প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়েছেন দীপিকা। শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ ছবিতে কাজের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি হলিউডের একটি অ্যাকশন সিরিজের নতুন পর্বেও যোগ দিচ্ছেন তিনি। ভিন ডিজলের বিপরীতে দেখা যেতে পারে নায়িকাকে।
সব মিলিয়ে, অতিরিক্ত পারিশ্রমিকের দাবি, সীমিত কাজের সময় ও বড় সহকারী দলের উপস্থিতিই মূলত বিড়ম্বনার জায়গা তৈরি করে। নির্মাতারা আশঙ্কা করেছিলেন, এতে শুটিংয়ের গতি বাধাগ্রস্ত হবে। আর সেই ঝুঁকি নিতে চাননি তাঁরা। আর তার ফলেই এই গুরুতর সিদ্ধান্ত।