পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Report) নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস (Indian Meteorological Department)।আবহাওয়া দফতর বিশেষ ঘোষণায় জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে (Low Pressure) পরিণত হয়েছে। নিম্নচাপটির অবস্থান এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর। গতকাল অর্থাৎ শুক্রবার বাংলাদেশের খেপুপাড়া সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় (Cyclone) মিধিলি (Midhili)।
আবহাওয়া দফতরের তরফ থেকে দেওয়া আপডেট অনুযায়ি, প্রতিবেশী রাষ্ট্রের স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড় মিধিলির গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার, সেখানে ল্যান্ডফল হাওয়ায় প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড় মিধিলির কারণে এই রাজ্যে বড় কোনও ক্ষতির আশঙ্কা না থাকলেও বৃষ্টির প্রভাব যথেষ্টই পড়েছে।
উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টি এবং ঝড়ের দাপট থাকবে বলে জানা গেছে। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যেই মৎস্যজীবীদেরও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ১৮ই নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
গতকাল শুক্রবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছিল দুই ২৪ পরগনায়। আজকেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান। গতকাল ছিটেফোঁটা বৃষ্টি দেখা গেছে বাঁকুড়া, হাওড়া , হুগলির একাধিক এলাকায়।
দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় সেভাবে বৃষ্টির দাপট না দেখা গেলেও তাপমাত্রা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। শীতের অনুভূতির সাথে মেঘলা আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।