দোলাচলে পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়া! পশ্চিমের জেলাগুলির কোনও কোনও জায়গার তাপমাত্রা ১৩ ও ১৪ ডিগ্রির আশপাশে। এদিন উত্তরবঙ্গের (North Bengal) তাপমাত্রাও অনেকটাই নেমেছে। তাপমাত্রা এমনই নামতে থাকবে নাকি নিম্নচাপ শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে তা এখনই বলতে পারছে না মৌসম ভবন (Alipore Weather Office)।
কলকাতার আবহাওয়া : এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : রবিবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া : রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
নিম্নচাপের আপডেট : আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সোমবার তা নিম্নচাপের চেহারা নেবে। পরবর্তী সময়ে তা আরও উত্তর দিকে সরে বুধবার নাগাদ গভীর নিম্নচাপের রূপ নেবে। এরপর তার অভিমুখ কিংবা গতিপথ স্পষ্ট নয়। এরপর যদি তা তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের দিকে যায়, তাহলে এই বাংলার শীতের ওপরে তার প্রভাব কম হবে।